আমাদের কথা খুঁজে নিন

   

জয় বাবাজি দিলাম খোলা চিঠি, এ চিঠি পাবে কিনা জানিনা . . .



বাবা জয়,
পর সমাচার এই যে, আর নীরব থাকিতে না পারিয়া তোমাকে পত্র লিখিতে বাধ্য হৈলাম। তোমাদের বিরুদ্ধে কাজ করিবার জন্য ই ইউ-এর পরে কমনওয়েলথকে কিনিয়াছে বি এন পি। খুব দুশ্চিন্তায় আছি কখন না আবার দুষ্টু বি এন পি তোমাদের বায়না করা ইন্ডিয়াকে কিনিয়া ফেলে। আপাকে বিষয়টা খেয়াল রাখিতে বলিয়ো যেন বি এন পি হাজার চেষ্টা করিলেও তোমাদের ইন্ডিয়াকে কিনিতে না পারে। ভাবিয়া পাই না, তোমার মত শিক্ষিত আন্তর্জাতিক বিদ্যাসাগর থাকিতে বি এন পি কেমন করিয়া একে একে ই ইউ এবং কমনোয়েলথকে কিনিল!!

বাবা জয়, পত্রিকা মারফত জানিলাম তুমি দেশে আসিতেছো। পত্রিকায় তোমার দেশে আসিবার সংবাদ পাইলেও তুমি কখন দেশ ত্যাগ কর সেই সংবাদ পাই না বলিয়া ভীষন বেদনা বোধ করি। আশা করি এইবার দেশ ত্যাগ করিবার সংবাদ'টা তুমি তোমার মামা খালাদের জানাইয়া যাইবে।

বাবা জয়, অধিক আর কি বলিব! বুদ্ধি বাড়াইবার জন্য আয়োডিনযুক্ত লবন আর মলা ঢেলা মাছ খাইবে, মগজ ঠান্দা রাখিবার জন্য মাথায় নিয়মিত কদুর তৈল মাখিবে।

ইতি,
তোমার সাঈদ মামা
(তোমার ১৬ কোটি মামা খালার একজন)

বিঃদ্রঃ ফেবু থেকে সংগ্রেহিত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।