আমাদের কথা খুঁজে নিন

   

‌ছবি ব্লগ: টরন্টোতে ice rain বা বরফ বৃষ্টি!


গত ২০/২১ তারিখ টরন্টোতে হয়ে গেল ice rain বা বরফ বৃষ্টি। বলে রাখি, ice rain মানে শীলাবৃষ্টি নয়, ভিন্নধরনের বৃষ্টি। এই বৃষ্টিতে পানির তাপমাত্রা প্রায় শূণ্যের কাছাকাছি থাকে। অর্থাৎ জমে না গিয়ে (মানে তুষার বা শীলা না হয়ে) পানি তরল হয়েই বৃষ্টি হিসেবে নেমে আসে। কিন্তু তখন বাইরের তাপমাত্রা শূণ্য বা তার নিচে হলে সেই পানি খুব দ্রুত বরফে পরিনত হয়।

ফলে গাছপালা, ঘরবাড়ি বা যেকোন বস্তুর চারপাশে বরফের আস্তরণ তৈরি হয়। এই বৃষ্টি মোটেই তুষারের মত নয়। ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন।
আজকে সকালে যখন বেরিয়েছি তখন চারিদিক একেবারে অন্যরকম। সবকিছুতে আক্ষরিকভাবে বরফের আস্তরণ পরেছে।

অনেকদিন পর ছবি তোলার শখটা জেগে উঠলো। শেয়ার করার লোভও সামলাতে পারলাম না। দেখুন।
[কয়েকটি ছবি শুধু ক্রপ করা ছাড়া অন্য কোন ধরনের এডিট করা হয়নি]
তরু লতা গুল্ম গাছ
১।
২।


৩।
৪।
৫।
৬।
৭।


সাইনবোর্ড
১।
২।
শিশুপার্ক
১।
২।
৩।


৪।
ফুল
১।
২।
৩।
৪।


খাঁচা
১।
২।
বিন
১।
২।
পার্কের বেঞ্চ
১।


২।
বাইসাইকেল
১।
২।
আলো
১।
২।


সোর্স: http://www.sachalayatan.com/     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।