আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাপ পরে শপিংমলে যাওয়া নিষিদ্ধ!

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার শপিংমলগুলোতে ক্যাপ পরা নিষিদ্ধ করেছে সেদেশের পুলিশ। অপরাধীরা যাতে অপরাধ করে সিকিউরিটি ক্যামেরার চোখ এড়াতে না পারে সেজন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 
ম্যানিলার জনপ্রিয় একটি শপিং মলে গত ১৫ ডিসেম্বর মুখোশ পরা একদল ডাকাত একটি গহনার দোকান থেকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার পরে এ ধরনের অপকর্ম রুখতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডাকাতরা নিজেদের পরিচয় লুকোতে মাথায় বেসবলের ক্যাপ পরে ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
 
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, 'গত সপ্তাহে ম্যানিলা ও এর আশপাশের এলাকার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে শপিংমলগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তাজনিত পূর্ব সতর্কতা হিসেবে শপিংমলগুলোতে ক্রেতাদের ক্যাপ পরে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে তাদের অনুরোধ জানানো হয়।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।