আমাদের কথা খুঁজে নিন

   

ওমানে খেলছেন জিমি, ব্যবস্থা নেবে হকি ফেডারেশন

ওমান হকি লিগে খেলতে কয়েকদিন আগে ঢাকা ছেড়ে যান জিমি। জিমির বাবা ও সাবেক হকি খেলোয়াড় আব্দুর রাজ্জাক সোনা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
“জিমি ওমান প্রিমিয়ার লিগে খেলতে গেছে গত প্রায় সপ্তখানিক আগে। তবে কয়টি ম্যাচ খেলবে সে, তা নিশ্চিত নই আমি। ”
জিমি এর আগে জার্মানির দ্বিতীয় বিভাগ লিগে দুই মৌসুম খেলেছিলেন।

জিমির সঙ্গে এবার ওমান লিগে খেলতে গিয়েছেন মিডফিল্ডার কামরুজ্জামান রানাও।
গত এশিয়া কাপ হকি টুর্নামেন্টে শৃঙ্খলা ভঙ্গের কারণে জিমিকে বাংলাদেশের ঘরোয়া হকি থেকে দুই বছরের জন্য এবং জাতীয় দল থেকে তিন বছরের নিষিদ্ধ করা হয়েছেন।
জিমি ছাড়াও জাহিদ হোসেন ও ইমরান হাসান পিন্টুকে ঘরোয়া হকি থেকে ২ বছরের জন্য এবং জাতীয় দল থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে ফেডারেশন। এছাড়া রানাকে ঘরোয়া হকি থেকে এক বছরের জন্য এবং জাতীয় দল থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
জিমির ওমানে খেলার ব্যাপারে কোনো বাধা আছে কিনা জানতে চাইলে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, এমনিতে ফেডারেশনের অনুমতি ছাড়াই যেকোনো দেশের টুর্নামেন্টে একজন খেলোয়াড় খেলতে পারেন।

তবে এক ফেডারেশন থেকে নিষিদ্ধ হওয়া খেলোয়াড় আরেক ফেডারেশনের অধীনে নৈতিকভাবে খেলার অধিকার রাখেন না।

বিষয়টা নিয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, “এ ব্যাপারে আমরা এশিয়ান হকি ফেডারেশনকে অবহিত করেছি। ”
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.