আমাদের কথা খুঁজে নিন

   

ইমন জুবায়েরের অদৃশ্য ভালবাসায় শিক্ত আজ ব্লগ সমাজ।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ প্রথম দেখায় ভালবাসা মনে হয় কম বেশি সবার জীবনেই ঘটে। কিন্তু না দেখে ভালবাসা খুব কম মানুষের জীবনেই আসে। তবু মানুষ এটা বিশ্বাস করে। খুব ভালভাবেই উপলব্ধি করে এই ভালবাসার অনুভুতিকে।

হটাৎ বৃষ্টি সিনেমায় নায়ক নায়িকার না দেখে ভালবাসাকে মেনে নিয়েছিল সবাই। আর আজ মেনে নিলাম ইমন জুবায়েরের ভালবাসাকে। সামহোয়্যারইনব্লগ যে তার ব্লগারদের মাঝে কতটা ভালবাসার সৃষ্টি করেছে নিজের জীবনের বিনিময়ে সেটা আজ প্রমান করলেন আমাদের সবার প্রিয় ইমন জুবায়ের ভাই। আজ যেন এক অদৃশ্য প্রেমে দেবদাস সমস্ত ব্লগার। ফেসবুক, ব্লগ, ইয়াহু, টুইটার সর্বত্রই কেবল আজ একই সুর।

উই উইল মিস ইউ ইমন জুবায়ের। কিন্তু কেন সবাই তাকে মিস করবে? কেন আমি তাকে মিস করবো? আমি তো কখনো তাকে দেখি নি। তার বাড়ি কোথায় তাও জানি না। সে কোন দল সাপোর্ট করে, কাকে ভোট দেয়, কি জব করে কিছুইতো জানি না। তার ফোন নাম্বার, ফেসবুকে ফ্রেন্ড, স্কাইপে কথালাপ কিংবা ইয়াহুতেতো কখনো তাকে ইমেইল পাঠাইনি।

ভুলেও কখনো তাকে টুইটারে ফলো ও করিনি। তবে তাকে কেন আমি মিস করবো! কেন তাকে হাজার হাজার অদেখা আত্না মিস করবে! কারন একটাই, ভ্রতৃত্ববোধ নামের অদৃশ্য ভালবাসায় সিক্ত আমরা সবাই। তাই আজ ব্যাকুল বাংলাদেশের সমস্ত ব্লগাররা। প্রিয় ইমন জুবায়ের ভাল থেকো বন্ধু। আমরা তোমাকে ভূলবোনা।

তোমার অনবদ্য সৃষ্টিসমুহকে মুছে ফেলবো না। তোমার পরিবারের সবার মতো আমরাও তোমার পরকালের মুক্তি কামনা করি। তোমার সাথে সাথে তোমার পরিবারকেও আমরা শ্রদ্ধাভরে স্নরণকরি। বিদায়। সমস্ত পাঠকদের উদ্দেশ্যে: প্রিয় ব্লগার বন্ধুরা, মানুষে মানুষে কিছুটা ভুলবুঝাবুঝি হয়েই থাকে।

ইমন ভাইয়ের সাথেও হয়তো অনেকের হয়েছিল। তাই বলে কি তাদের আজ ইমন ভাইয়ের জন্য খারাপ লাগছে না!! অবশ্যই লাগবে। তাই সকল ব্লগারদের অনুরুধকরছি, প্লিজ প্লিজ ব্লগে যখন কারো মতের সাথে আপনার না মিলে তখন তাকে গালি দিবেন না। এমন কথা বলবেন না যাতে সে এমন আঘাত পায় যা মরলেও ভূলবে না। ইমন ভাইয়ের উপর কারো মন খারাপ থাকলে তাকে মাফ করে দিবেন।

ধন্যবাদ সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।