আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজ মঙ্গলবার ১৮ দলের ৮৩ ঘন্টার অবরোধের ৪র্থ দিনের অবরোধ কর্মসুচি ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। পুলিশী পাহারায় মহাসড়কে যানবাহন চলাচল করছে। বেলা বাড়ার সাথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পন্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা বাড়ছে।

মঙ্গলবার সকালে মহাসড়কের আশেকপুরে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এর পর থেকেই যানচলাচল শুরু করে। গত কয়েকদিন ধরেই টাঙ্গাইলের আশেকপুরে সড়ক অবরোধ করে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন করে আসছিল অবরোধকারীরা।

যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।