আমাদের কথা খুঁজে নিন

   

Symphony W68 vs Symphony W72

অনেকে স্মার্ট ফোন কেনার কথা ভাবছেন , কিন্তু কোন ফোন কিনবেন ভেবে পাচ্ছেন না , আজকে আমি আপনাদের দুইটা কম দামের স্মার্ট ফোনের সাথে পরিচয় করিয়ে দিব , Symphony W68 ফোনের বাজারে অনেক চাহিদা থাকা সত্তেও এই সেট বাজারে পাওয়া যায় না । আর পাওয়া গেলেও দাম বেশি , এর দাম ৬৪৯০/- টাকা হলেও এই সেট কিনতে অনেকের প্রায় ৮০০০/- টাকা পর্যন্ত দামে এই সেট কিনেছেন । যাই হোক না কেন আজকে আমি আপনাদের সাথে অন্য একটা সেটের পরিচয় করিয়ে দিব ।  Symphony W72 হল কম দামের ভিতরে একটা অসাধারন সেট । আসুন এক নজরে দেখে নেই এই সেট এর মুল ফিচার গুলা -

এই সেট এর বিশেষ ফিচার হল এর ডিসপ্লে তে আই পি এস প্রজুক্তি ব্যাবহার করা হয়েছে এর ফলে আপনি এই সেট এর টাচ ব্যাবহার করে অন্য রকম ফিলিংস পাবেন , আর আপনার ব্যাটারির চার্জ ও কম ক্ষয় করবে ।


আসুন এবার দেখি Symphony W68 এর মুল ফিচার গুলা

এই সেট এর বিশেষ ফিচার হল কম দামের ভিতরে ভাল মানের একটা সেট ।
আসুন এবার কম্পেয়ার করি এই দুই সেট এর ভিতরে কোনটা বেস্ট , প্রথমে প্রসেসর

প্রসেসর  -
- সিম্ফনি w68 এ ব্যাবহার করা হয়েছে ১.২ গিগা হার্জ এর ডুয়েল কোর প্রসেসর ।
- সিম্ফনি w72 তে ব্যাবহার করা হয়েছে  ১.৩ গিগা হার্জের ডুয়েল কোর প্রসেসর ।
প্রসেসরের দিক থেকে এগিয়ে আছে সিম্ফনি w72.
জিপিইউ  -
-  সিম্ফনি w68 এ ব্যাবহার করা হয়েছে Mail 400 GPU.
-  সিম্ফনি w72 তে ব্যাবহার করা হয়েছে  Mail 400 GPU.
গ্রাফিক্স এর দিক থেকে দুটাই সমান ।
অপারেটিং সিস্টেম  -
- সিম্ফনি W68 এ ব্যাবহার করা হয়েছে এন্ডয়েড ৪.২.২ জেলি বিন
-  সিম্ফনি W72 এ ব্যাবহার করা হয়েছে এন্ডয়েড ৪.২.২ জেলি বিন
ক্যামেরা  -
-  সিম্ফনি w72 তে ব্যাবহার করা হয়েছে ৫ মেগা পিক্সেল ক্যামেরা ও সামনে ভিজিএ ক্যামেরা ।

আর সাথে আছে ফ্লাশ লাইট। ( এর ফ্লাশ লাইটে রাতে ছবি তোলার কথা চিন্তা করবেন না কারন নামে ফ্লাশ কাজে না )
-  সিম্ফনি w68 এ ব্যাবহার করা হয়েছে ৫ মেগা পিক্সেল ক্যামেরা ও সামনে ভিজিএ ক্যামেরা  আর সাথে আছে ফ্লাশ লাইট। ( এর ফ্লাশ লাইটে রাতে ছবি তোলার কথা চিন্তা করবেন না কারন নামে ফ্লাশ কাজে না ) ।
দেখা যায় ক্যামেরা দুইটার ই সমান ।
বিঃদ্রঃ –  সিম্ফনি w72 এর ক্যামেরা একটু ভাল ।


ডিসপ্লে -
- সিম্ফনি w68 এ ব্যাবহার করা হয়েছে ৪.০ ইঞ্চি টি এফ টি ক্যাপাসিটিভ টাচ স্কিন যার রেজুলেশন ৪০০x৮০০ পিক্সেল।
- সিম্ফনি w72 তে ব্যাবহার করা হয়েছে ৪.৫ ইঞ্চি আইপিএস ক্যাপাসিটিভ টাচ স্কিন যার রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল।
ডিসপ্লে এর দিক থেকে সিম্ফনি w 72 বেস্ট ।
র‍্যাম -
- সিম্ফনি w68 এ ব্যাবহার করা হয়েছে ৫১২ মেগা বাইট র‍্যাম আর আপনি ব্যাবহার করতে পারবেন ৪৬৮ মেগা বাইট ।
- সিম্ফনি w72 তে ব্যাবহার করা হয়েছে  ৫১২ মেগা বাইট র‍্যাম আর আপনি ব্যাবহার করতে পারবেন ৪৫৬ মেগাবাইট ।


র‍্যাম এর দিক থেকে এগিয়ে আছে Symphony W68 .
মেমরি  -
- সিম্ফনি w72 তে বিল্ট ইন ৪ গিগা বাইট র‍্যাম আপনি ব্যাবহার করতে পারবেন ১ গিগা বাইট এপস ইন্সটলের জন্য, ১.২৭ গিগা বাইট ইন্টারনাল এস ডি কার্ড। আর মেমরি কার্ড ৩২ গিগা পর্যন্ত ব্যাবহার করতে পারবেন,।
-  সিম্ফনি w68 এ  বিল্ট ইন ৪ গিগা বাইট র‍্যাম আপনি ব্যাবহার করতে পারবেন ১ গিগা বাইট এপস ইন্সটলের জন্য, ১.২৭ গিগা বাইট ইন্টারনাল এস ডি কার্ড। আর মেমরি কার্ড ৩২ গিগা পর্যন্ত ব্যাবহার করতে পারবেন।
মেমরির দিক থেকে দুটাই সমান।


ডাটা কানেকশন ও নেটওয়ার্ক  -
- সিম্ফনি w68 এ থ্রী জি সাপোর্ট করে, আর ভিডিও কল ও সাপোর্ট করে, আরো আছে Wi-Fi 802.11 with Hotspot, জিপি এস সুভিধা, Support EDGA, GPRS, HSPA+ .
- সিম্ফনি w72 তে এ থ্রী জি সাপোর্ট করে, আর ভিডিও কল সাপোর্ট করে, আরো আছে Wi-Fi 802.11 with Hotspot এবং Wi-Fi Direct এর সুভিধা।  জিপি এস সুভিধা, Support EDGA, GPRS, HSPA+
Wi-Fi Direct দিয়ে এগিয়ে আছে সিম্ফনি W72.
ব্যাটারি  -
- সিম্ফনি W68 এ ব্যাবহার করা হয়েছে ১৫০০ মিলি এম্পিয়ার লি আয়ন ব্যাটারি , যা ২৮০ ঘন্টা পর্যন্ত স্টান্ড বাই টাইম, এক টানা কথা বলা যাবে ৪ ঘন্টা, গেমস খেলা যাবে ৩.৪ ঘন্টা, নেট চালানো যাবে ৩ ঘন্টা ।
- সিম্ফনি w72 তে ব্যাবহার করা হয়েছে ১৭৫০ মিলি এম্পিয়ার লি আয়ন ব্যাটারি , যা ৫০০ ঘন্টা পর্যন্ত স্টান্ড বাই টাইম, এক টানা কথা বলা যাবে ৪.৫ ঘন্টা, গেমস খেলা যাবে ৪ ঘন্টা, নেট চালানো যাবে ৩.৫  ঘন্টা ।
ব্যাটারির দিক থেকে এগিয়ে আছে সিম্ফনি W72.
বাজার মুল্য  -
সিম্ফনি W68 এর বাজার মুল্য ৬৪৯০/- টাকা হলেও এই সেট এর বিশাল চাহিদার কারনে এর মুল্য অনেক বেশি নেয় । তবে আপনি সিম্ফনি কেয়ার থেকে নিলে ৬৪৯০/- টাকা রাখবে ।


সিম্ফনি w72 এর বাজার মুল্য ৭৯৯০/- টাকা ।
শেষ কথা  – উপরের সব ব্যাপার গুলা থেকে এই টুকু বোঝা যায় জে Symphony W68 এর থেকে Symphony  w72 সেট ভালো ।
বিঃ দ্রঃ   – আপনি যদি অপেক্ষ করেন নতুন কোন সেট এর জন্য তাহলে সেটা ভাল হবে কারন সিম্ফনি তাদের নতুন আরো কয়টা সেট আনার ঘোষনা দিয়েছে Symphony W65i, Symphony W66, Symphony W69,Symphony w21 এর সেট এর মুল্য ৭০০০/- এর আশে পাশে থাকবে .
সৌজন্যে - মোবাইল বাজার 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৪১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।