আমাদের কথা খুঁজে নিন

   

# অতীব সত্যকথন # শাফিক আফতাব #

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

# অতীব সত্যকথন # শাফিক আফতাব #

চোখের জলকে ভালোবেসে আজ চোখের জলে ভেসে যাই,
মানবতাকে ভালোবেসে আজ দেই মানবতার মাশুল ;
নীতি আর নিয়মের আর অধিকারের নাই এতটুকু বালাই __
আজ বিদ্ধ করতে ইচ্ছে করছে স্বার্থপরতার সুচাগ্র শুল।

একদিন অনাথের মাথায় বুলেয়েছি হাত__দিয়েছি ভালোবাসার শিশির,
একদিন নিরন্নের মুখে দিয়েছি নবান্রের উৎসবের আনন্দ ;
একদিন ন্যায় আর নীতির কাছে নতজানু আমি ছিলাম অধীর __
এখন আমি কেউ নই, 'সালারপুত', 'বাপের সালা' আর কত গালমন্দ।



আমি যাকে শ্রদ্ধায় মেরুদণ্ড বাঁকিয়ে করেছি কুর্নিশ,
এখন তিনি আমার ডাক নামের পর গাল বসায় অহর্নিশ ;
মনে হয় : তার চৌদ্দগোষ্ঠি থেকে চলে আসছে আমার শত্রুতা
সেই রেশের প্রেক্ষিতে সে আজ আমার চিরশত্রু, তার এমন হৃদ্যতা !

পশু কখনো মানুষর মতোন হয়, মানুষ হয় না মানুষের মতোন ।
মানুষের সেবা পেয়ে পশুরা ভোলে না, মানুষ ভুলে__অতীব সত্যকথন।

২৪.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।