আমাদের কথা খুঁজে নিন

   

৩৫ ডলার মূল্যের টেক্সট এডিটর কিন্তু ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের জন্য এটা আলাদিনের প্রদীপ ।একবার ব্যবহার করলেই, প্রেমে পড়ে যাবেন ।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি আস-সালামু আলায়কুম । আশা করছি সবাই ভালো আছেন । পরিক্ষার কারনে টেকটিউনসে নিয়মিত আসতে করতে পারছিনা বলে অনেক কিছুই মিস করছি । তাই বলে আপনারা যাতে কিছু মিস না করেন এই জন্যই আমার আজকের এই টিউন................
আমরা যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এর সাথে জড়িত তাদের কাছে নোটপ্যাড তথা টেক্সট এডিটর একটি অত্যাবশ্যকিয় উপাদান । নোটপ্যাড ছাড়া আমাদের সব কিছুই অচল ।

আমরা বিভিন্নজন নিজেদের কাজের সুবিধা অনুযায়ী বিভিন্ন নোটপ্যাড ব্যবহার করি । তার মধ্যে Notepad++ & Sublime Text ব্যবহারকারির সংখ্যা সব চাইতে বেশি । কারন এই দুইটি Text Editor এর Feature সব চাইতে বেশি । কিন্তু আজ আমি আপনাদের এমন একটি Text Editor এর সাথে পরিচয় করিয়ে দিবো যেটা Notepad++ & Sublime Text এর চেয়ে বেশি কাজের হবে এবং আপনি এটা ব্যবহার করে Notepad++ & Sublime Text এর সম্মিলিত ফিচার গুলো পাবেন ।
অনেক বকবক করেছি এবার কাজের কথায় আসি ।

জেনে নেই কি আছে এতে আর এর নামটাই বা কি? যার কারনে আমি এর এতো গুণগান করছি! সব দেখে আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনাদের জন্য দরকার ।
Text Editor টির নাম "EditPlus".

Edit Plus এ আপনি Notepad++ & Sublime Text এর সবগুলো সুবিধা পাবেন তাই সবগুলো না বলে বাড়তি সুবিধা গুলোর কথা বলছি ।
১. দ্রুত কোডিং করার জন্য Notepad++ Zen Coding Sublime Text এ Emmet Plugin Add করতে হয় কিন্তু Edit Plus এ Zen Coding এবং Emmet Plugin বিল্ট-ইন ভাবে দেওয়া আছে । Emmet কিভাবে ব্যবহার করবেন জানার জন্য Emmet চিটশীট এখান থেকে ডাউনলোড করুন ।
২. আপনি Edit Plus ব্যবহার করে প্রায় সব ধরনের প্রোগ্রামিং করতে পারবেন ।


৩. ছবিটির লাল চিহিৃত স্থান হতে আপনি কোন HTML ট্যাগ না লেখে শুধুমাত্র মাউস দিয়ে ক্লিক করে কোডিং করতে পারবেন ।
৪. আপনার কোড গুলো রান করার জন্য কোন ব্রাউজার লাগবেনা । আপনি কোড লেখে Ctrl+ B চাপলে আপনার কোডটি রান হবে আবার Ctrl+ Tab চাপলে আপনি আবার কোডিং করতে পারবেন ।
এছাড়াও এতে আরো অনেক চমৎকার সুবিধা যুক্ত আছে কিন্তু আমার সময় স্বল্পতার কারনে বিস্তারিত লিখতে পারলাম না ।
এতো গুণকীর্তন করলাম অথচ ডাউনলোড লিংকটাই তো দিলাম না ।

যারা এটি ডাউনলোড করতে চান তারা নিচের ডাউনলোড লিংক থেকে Letest Version নামিয়ে নিন । সাইজ মাত্র ১.৯এমবি । হতাশ হলেন নাকি সাইজ দেখে? হয়তো ভাবছেন হাতি ঘোড়া গেলো তল আর ভেড়া বলে কত জল! ভাই সাইজ টা ছোট হলেও কাজে কিন্তু অনেক বড় সেটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন ।
ডাউনলোড হয়ে গেলে এটি ইনস্টল করুন । Software টি কিন্তু ফ্রি না ।

তাই ইনস্টল হয়ে গেলে আপনার কাছে রেজিস্ট্রেশন Key চাইবে । রেজিস্ট্রেশন করতে আপনার প্রায় ৩৫ ডলার ব্যয় করতে হবে ।
ঘাবড়ে গেলেন নাকি? চিন্তার কিছু নেই, আমি আপনাদের এটা সম্পুর্ণ ফ্রি দিবো তবে আপনারা সুযোগ পেলে আমাকে একদিন কফির দাওয়াত দিলে আপত্তি করবোনা । যাই হোক নিচের দেওয়া Key গুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিন আর উপভোগ করুন ফুল ভার্সন।
Name: mydaj[ROR] Serial No: B4FAA-123D8-31REA-AEOD4-D4R48
সবাইকে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ।

আর যারা ডাউনলোড করবেন তারা প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন যাতে বুঝতে পারি আপনারা কয়জন এটা ব্যবহার করলেন। তাছাড়াও আপনাদের ব্যবহারে কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করতে চেষ্টা করবো ।
ফেসবুকে আমি এখানে

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।