আমাদের কথা খুঁজে নিন

   

আগে জানতাম জামাত বিএনপি নির্ভর কিন্তু এখন দেখতাছি বিএনপি জামাত নির্ভর।

নতুন তাই এখন চেহারা দেখাবো না।

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ইয়া বড় এক্ষান ভাষন দিলেন যাহা শুনিয়া মোটামুটি ভালই লেগেছে। পাশাপাশি আগামী ২৯ তারিখ ঢাকা চল কর্মসুচীও এক্ষান ঘোষনা করলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তিনি তো এর আগেও অনেক কর্মসুচী দিয়েছিলেন কিন্তু মাঠে তো বিএনপি নেতাকর্মীদের দেখলাম না। কর্মসুচী ঘোষনা করেন ঠিকই কিন্তু শিবিরের পোলাপান গুলির উপর পুরু নির্ভর হয়েযান এর পর।

কিন্তু কেন?

গত কয়েক মাসে যে ২ থেকে ৩০০'শ মানুষ মারা গেছে সবাই জামাত শিবিরের, আ'লীগের ও নয় বিএনপিরও নয়। কিন্তু কেন?

হরতাল ঘোষনা করে বিরোধী দল কিন্তু তা আনুষ্ঠানিকভাবে পালন করে সরকারী দল শিবিরের নেতাকর্মীদের উপর গুলি ছোড়ার মাধ্যমে। কিন্তু কেন?

তাই মাণনীয় বিরোধী দলীয় নেতাকে বলতে চাই, আর বাসায় বসে টিভিতে দেশের অবস্থা না দেখে নিজেই মাঠে নেমে পড়েন। মনে আছেতো বর্তমান প্রধানমন্ত্রী শেক হাসিনাও কিন্তু ৯৬তে রাস্তায় নেমে হাতে তসবি নিয়ে আন্দোলন করেছিলেন ও আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে ছিল।

সব কথার শেষ কথা বিএনপির নেতাকর্মীদের মাঠে নামাতে হলে খালেদা জিয়াকে নিজেই মাঠে নামতে হবে তা না হয় বিএনপির নেতাকর্মীরা কেউ মাঠে আসবেনা উল্টো শিবিরের কর্মীদের সব লাশ হয়ে ঘরে ফিরতে হবে।



উদাহরণঃ ৫ মে বেগম খালেদা জিয়া বলা সত্তেও বিএনপির নেতাকর্মীরা কেউ শাপলা চত্তরে আসেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।