আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে আরো ২ কারখানায় ফাটল

বৃহস্পতিবার সকালে একটি এবং দুপুরে আরো একটি পোশাক কারখানার দেয়ালে ফাটল দেখতে পেয়ে আতঙ্কিত শ্রমিকরা কাজ করতে অস্বীকৃতি জানায়।
শিল্প পুলিশের গাজীপুর ইউনিটের পরিদর্শক সেলিম রেজা শ্রমিকদের বরাত দিয়ে জানান, সদর উপজেলার ভোগড়া এলাকায় গরিব অ্যান্ড গরিব পোশাক কারখানার (ইউনিট-২) শ্রমিকরা দুপুরে খাবার বিরতির পর এসে কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার দেয়ালে ও মেঝেতে ফাটল দেখতে পায়।
এ সময় তারা আতঙ্কিত হয়ে একযোগে কারখানা থেকে বেরিয়ে আসে।
উদ্ভূত পরিস্থিতিতে শিগগির কারখানার মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে তাদের কাজে যোগ দিতে বলে কর্তৃপক্ষ।
তবে শ্রমিকদের বিক্ষোভের পর বিকালে কারাখানাটি ছুটি দেয়া হয়।


২০১০ সালের ফেব্রুয়ারিতে গরিব অ্যান্ড গরিব কারখানায় অগ্নিকাণ্ডে ২১ শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক আহত হন।
এর আগে সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার নিট এশিয়া পোশাক কারখানায়ও ফাটল দেখে বিক্ষোভ করেন শ্রমিকরা।
কারখানার ব্যবস্থাপক মো. ইরফানুর রহমান তুষার জানান, সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে।
গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’ ধসের ঘটনায় নিহতের সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেছে। ঘটনায় নিখোঁজের সংখ্যা এখন ১৪৯ জন বলে দাবি করেছেন উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তা মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.