আমাদের কথা খুঁজে নিন

   

হয়ত তোমারই জন্য.........

আমার বিষয়ে কিছুই বলার নেই।

আজকে এই মাঝরাতে আমি কোন ছ্যাঁক খাওয়া প্রেমের গল্প লিখতে বসিনি। অবশ্য, আমার লেখার হাত ভাল হলে হয়ত সেটাই করতাম। কারণ, বর্তমানে আমার অবস্থাটাও অনেকটা দেবদাসের মতই।
অনেকদিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, যেদিন প্রথমবার কারো কাছে রিফিউসড হব, সেদিন থেকেই কবিতা লেখা শুরু করব।

আজকে আমার সেই কাঙ্ক্ষিত সময় এসেছে।
অথচ আজকের দিনেই আমার কেন যেন কোন কবিতা লেখার ইচ্ছা জাগছে না। বরং ইচ্ছা হচ্ছে, কঠিন গদ্যের ভাষায় লিখে ফেলি মানসিক সব পাওয়া না পাওয়ার কষ্ট।


ইচ্ছা করছে তাকে বলতে,
"আমি জানি আমি কখনই তোমার উপযোগী কেউ না, অন্যসব লম্পটদের মত তোমার ফেসবুকের সব ছবি, স্ট্যাটাস, কমেন্টে আমি হয়তবা লাইক দেইনি। তুমি কেন এত সুন্দর হলে, সেটা নিয়েও অন্য সবার মত কোনদিন গবেষণা করিনি।


কিন্তু তবুও তোমাকে চেয়েছিলাম রাতের নির্জনতায়। এজন্যই হয়ত আমার এই চাওয়াটা তোমার পছন্দ হয়নি।
কারণ তুমি চেয়েছিলে সবার মদ্ধ্যমণি হয়ে থাকতে...... সত্যিই তো, রাতের নির্জনতায় যে ভালবাসে, তার ভালবাসা কিভাবে তোমাকে সবার নজরে আনবে ?

কিন্তু তুমি এটা জানো না, এ শুধু ভালবাসা নয়। এটা হল ভালবাসার চেয়েও মহান কিছু.........যার খোঁজ সবাই পায় না।
আর যারা পায়, তারা তোমার মতই অবহেলা করেই হারায়।



লম্পটদের মেকি প্রেমের ফাঁদে পড়ে শিকার হয়, তাদের দুই দিনের লালসার।
এক নজরে চোখে পড়ে ভালোবাসি ভালোবাসি বলে চীৎকার করা নয়, বরং এটা হল বহুদিনের তীব্র আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে নীরবে বয়ে বেড়ানো।
এই তীব্র আকাঙ্ক্ষা বুকে থেকে যে আবেগের জন্ম, তার সাথে তোমার মত সুন্দরী মেয়েদের কোন পরিচয় নেই।
কীভাবে হবে ? তোমরা তো লম্পটদের দিয়েই পরিবেষ্টিত...
ভালোবাসা যাদের কাছে কোন সম্পর্ক নয়, বরং দুই দিনের পরিচয়ের মতই মূল্যহীন। তোমার অজান্তেই এরা তোমার রুপের আস্বাদ নেয়......এদের ভালোবাসা এদের মুখের কথার মতই মূল্যহীন।



আমি এটাও জানি যে, আমি একেবারেই রোমান্টি না......।
রোমান্টিক হিসেবে আমাকে মানাবেও না,
কারণ, একজন পেশাদার খুনির হাতে রক্তমাখা ছুরি মানিয়ে যায়, কিন্তু রক্তলাল গোলাপ ফুল মানায় না।
তবুও এটা জেনে রাখ, সেই খুনিরও জীবনে কিন্তু একটিবারের জন্য হলেও ইচ্ছা করে পবিত্র হয়ে হাতে ফুল নিতে.........

আমিও সেরকমই চেয়েছিলাম, তোমাকে পাব না জেনেও।
চাওয়াটা দোষেরও না,
কারণ, বামুনরাই তো চাঁদকে ছুঁতে চায়...............। "


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।