আমাদের কথা খুঁজে নিন

   

Hindi Movie 3D Kamasutra at Oscar. ত্রিমাত্রিক কামসূত্র অস্কারে!



এতোদিন শার্লিন চোপড়ার সিনেমাটি সম্পর্কে আলোচনা হচ্ছিল শুধু নগ্নতা আর যৌনতা নিয়ে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চলেছে পুরো সিনেমাটিই- কামসূত্র থ্রিডি। মুক্তির অপেক্ষায় থাকা ত্রিমাত্রিক এই ছবিটির ট্রেলার কয়েকদিন আগে রিলিজ হয়। ট্রেলরটি দেখে বেশ প্রশংসা করেন সিনে বিশেষজ্ঞরা। নতুন খবর কামসূত্র থ্রিডি অস্কার পুরস্কার ২০১৪-এর জন্য তিনটি বিভাগে মনোনিত হয়েছ।

রূপেশ পাল পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে কান চলচ্চিত্র উত্‍সবে প্রদর্শিত হয়েছে। অস্কারে মনোনিত খবরের পর পরিচালক বলেন, “এখন অনেককে জবাব দিতে পেরেছি, আমার এই ছবিটা যে কোনো সফট পর্ণ মুভি নয়, সেটা আমি বোঝাতে পেরেছি ভেবে ভালো লাগছে। ” এই সিনেমায় পাঁচটি গান আছে। সেগুলো হল আইগিরি নন্দিনী, সাওয়ারিয়া, আই ফেল্ট, অফ সোয়েল, হার হার মহাদেব। সঙ্গীত পরিচালনায় ছিলেন সচিন আর শ্রীজিত।

গানগুলো লিখেছেন সিনেমার পরিচালক রূপেশ পাল। অস্কার ২০১৪- সেরা সিনেমা, অরিজিন্যাল স্কোর ও শ্রেষ্ঠ সঙ্গীত এই তিনটি বিভাগের জন্য মনোনিত হল শার্লিন চোপড়া অভিনীত এই সিনেমাটি। প্রাচীন হিন্দু সভ্যতায় সংস্কৃত ভাষায় বাত্‍সায়ন কামসূত্র রচনা করেছিলেন। এ ছবিতে যৌনতা বিষয়ে প্রাচীন সমাজের জীবনযাপনের ইতিহাস তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে কামসূত্র-র উপর বানানো সেরা ছবি হতে চলেছে রূপেশ পাল-শার্লিন চোপড়ার এই সিনেমাটি।

আগামী বছর ২৩ মে এই সিনেমাটি মুক্তি পাবে। আরো পড়ুনঃ * ৫ ধরণের নারী হতে সাবধান! * কিভাবে বুঝবনে আপনার স্ত্রী পরকীয়া করছে। * ফ্রিল্যান্সারদের আয় বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস্। * দরজার তালা যদি স্মার্টফোন দিয়ে খোলা যায় কেমন হবে?এবার চাবির কাজটি করবে স্মার্টফোন!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।