আমাদের কথা খুঁজে নিন

   

পশুর ফাঁদ থেকে বাঁচা যায মানুষের ফাঁদ থেকে নয়

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

পশুর ফাঁদ থেকে বাঁচা যায মানুষের ফাঁদ থেকে নয় । ।

শাফিক আফতাব। । নিভৃতি থাকি__আপন আর পর বলে কিছু নেই নির্জনতাকে বুন্ধু ভেবে কোনো মতে বেঁচে থাকি ঘুড়ি ওড়াই আপন ঘরেই __ লেখি আর আকিবুকি কী যেন আঁকি। মানুষের তাড়া খেয়ে বড় ভয় পেয়েছি অামি পশুর তাড়ার চেয়ে ভয়ঙ্কর মনে হয় মানুষের বিশ্বাসঘাতকতায় চোখে পানি মানুষের মতোন জানোয়ার আর পৃথিবীতে নয়। পশুরা খাবলে খাও__মানুষ খায় ছিড়েঁ পশুরা শুধু খেয়ে মরে__ অথচ সুন্দর মানুষরা নিয়ে আসে নীড়ে আমি নির্জনে মরি মানবজন্মের জ্বরে।

পশুর ফাঁদ থেকে বাঁচা যায মানুষের ফাঁদ থেকে নয় যুগে যুগে তবু মানুষের ইতিহাস হয়, পশুদের নয়। ২৫.১২.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।