আমাদের কথা খুঁজে নিন

   

এটা মিথ্যাচার নয় কি.....?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি...
ক্ষমা চেয়ে নিচ্ছে আমি ভুলও হতে পারি কিন্তু আপনাদের কাছ থেকে জেনে নিশ্চিত হতে চাই.....গত কাল টেলিভিশের ব্রেকিং নিউজ এ দেখলাম জাতিসংঘ মহাসচিব বান কি মুন নাকি প্রধান মন্ত্রির কাছে টেলিফোন করে আরো ১ব্যাটালিয়ন বাংলাদেশি আর্মি মানে পিস কিপিং আর্মি চেয়েছেন...প্রায় সব টিভিতেই এটি প্রচার করা হয়েছে...আপনারাও কম বেশী দেখে থাকবেন.... কিন্তু আমার কথা হচ্ছে মাত্র ১ব্যাটালিয়ন পিস কিপিং আর্মি চাইতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন কেন সরাসরি ফোন করবেন....? এই বিষয়ে জাতিসংঘে কি আর কোন প্রশাসনিক কর্মকর্তা নাই বা বাংলাদেশী জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নাই। অবশ্যই আছে কেননা পিস কিপিং আর্মি পাঠানো এটা একটা চলমান প্রক্রিয়া সেটা আমাদের দেশে যে সরকারই থাকুক না কেন। আসলে সুদানে সৈন্য পাঠানোর গল্পটা পুরাতন। এটা ৩ দিন আগেই জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মোমেন সাহেব করেছিলন। তাই সেনাপ্রধানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর বান কি মুনের সঙ্গে কথা বলেছেন, এটা মিথ্যা প্রচারণা।

এমনটা কখনও হয় না। সেনাপ্রধান তো আর প্রধানমন্ত্রীর এডিসি নন, যে প্রধানমন্ত্রীর ফোনের সময় পাশে বসে থাকবে! এটা খুব সস্তা রাজনীতি! আর জাতিসংঘের মহাসচিব কখনো কোনো দেশে ফোনে করে সৈন্য আর অস্ত্র চায় না। এর জন্য প্রশাসনিক কর্মকর্তা আছে, কয়েকজন সহকারী মহাসচিব আছেন। তাহলে কি সরকার কৌশলে বোঝাতে চাইছে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাদের বর্তমান কর্মে সন্তুস্ঠ বা জাতিসংঘের সাথে সরকারে সম্পর্ক স্বাভাবিক। তবে আশা করি মিথ্যা সহসাই দূর হবে- সত্য উদ্ভাসিত হবে।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।