আমাদের কথা খুঁজে নিন

   

লিখিত ভাষনে যুক্তবর্ণের উচ্ছারণ গত বাঁধা ডিঙ্গাতে না পারলে আন্দোলনের প্রতিপক্ষের বাঁধা কিভাবে ডিঙ্গানো যাবে?

সত্য পথের অনুসন্ধানি

যুক্তবর্ণের উচ্ছারণ গত বাঁধা ডিঙ্গাতে না পারলে আন্দোলনের প্রতিপক্ষের বাঁধা কিভাবে ডিঙ্গানো যাবে? যে কোন আন্দোলনেই প্রতিপক্ষ নিশ্চয় জামাই আদর করে না। আন্দোলনের ডাক দিতে যে দরাজ এবং আত্মবিশ্বাসপুর্ণ কন্ঠস্বর সেটা পাওয়া যায়নি বরং পাওয়া গিয়েছে কাঁপা কাঁপা গলায় কিছু শব্দের উচ্ছারণ। পুরা লাইনের আবেদন পাঠক নগদে পায়নি । তার উচ্ছারিত শব্দ গুলাকে শ্রোতাদেরকেই জোড়া দিয়ে অর্থবোধক করতে হয়েছে। লিখিত ভাষন যদি সুললিত এবং সুপঠিত না হয় তাহলে সে ভাষনে প্রাণ থাকে না । কথা গুলো নেত্রীর নিজের নয় এমন ভেবে শ্রোতারা নেপথ্যে লিখকের নাম খুঁজবেন সেটাই স্বাভাবিক। লিখিত ভাষণ গুলাতে যুক্ত বর্ণের আধিক্য ভবিষ্যতে পরিহার করা উচিত। প্রতিটা যুক্তবর্ণের শব্দের উচ্ছারণে ব্যাক গিয়ারে(দ্বৈত) উচ্ছারণ শ্রবণকটু হয়েছে। বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য শুনার পর আমার প্রতিক্রিয়া।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।