আমাদের কথা খুঁজে নিন

   

যুবকের মৃতদেহ নয়, কয়লা নিয়ে ফিরে যাচ্ছি..................

আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ জানাই সকল অনিয়মের

‘পরিকল্পিত খুনের মহড়া দিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। আমরা এ কোন সমাজে বাস করছি? আমি ফেরদৌস নামের এই যুবকের মৃতদেহ নয়, কয়লা নিয়ে ফিরে যাচ্ছি। তাঁর শরীর পুড়ে বিবর্ণ হয়েছে, চেনা যাচ্ছে না। ’ গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে পেট্রলবোমা হামলায় নিহত পুলিশ সদস্য ফেরদৌস খলিলের জানাজার পর এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রীর বড় ভাই চিকিত্সক আবদুল জলিল। রাজারবাগ পুলিশ লাইন মসজিদে আজ বুধবার দুপুরে ফেরদৌস খলিলের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ অংশ নেন। জানাজার পর ফেরদৌস খলিলের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঠানো হয়। ফেরদৌসের জন্ম ৭১ সালে। ১৯৯১ সালে তিনি পুলিশে যোগ দেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪২ বছর।

তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছে। মাত্র দেড় মাস আগে তিনি ডিএমপিতে আসেন। জানাজার পর আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে বিকল করার পাঁয়তারা হিসেবে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা মনে করছে, এভাবে তারা পুলিশের মনোবল ভেঙে দেবে। কিন্তু এ ধরনের আক্রমণ কোনো মনোবল ভেঙে দিতে পারবে না।

আমরা দেশের জন্য কাজ করে যাব। ’http://bd.prothom-alo.com/bangladesh/article/107986/‘আমরা_এ_কোন_সমাজে_বাস_করছি’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.