আমাদের কথা খুঁজে নিন

   

২৯ ডিসেম্বর খালেদা জিয়ার পরাজয়ের দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী জামায়াতকে ছাড়তে পারেননি। জামায়াতকে ছাড়া তিনি নির্বাচনে আসবেন না। তাই তিনি নির্বাচনে আসলেন না। যারা স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীতা করেছে সেই জামায়াতকে খালেদা জিয়া ছাড়তে পারেননি। বর্তমানে দেশে জ্বালাও পোড়াও কিংবা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা হচ্ছে এজন্য বিএনপি নেত্রীকে সব দায় দায়িত্ব নিতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাংগা বিশ্বরোড মোড়ের বালুর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, দেশে একজন অশান্তি বেগম আছেন, যিনি বাংলার জনগণকে কখনোই শান্তিতে থাকতে দেন না। তার কাজই হচ্ছে অশান্তি সৃষ্টি করা। এই বিজয়ের মাসেও তিনি মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তিনি এর আগে আল্টিমেটাম দিয়েছিলেন, আমকে নাকি ২৪ ঘণ্টার মধ্যে দেশ থেকে বিতারিত করবেন।

তার আল্টিমেটামে কোন কাজ হয়নি। কেননা বাংলার জনগণ তার সঙ্গে নেই।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের আত্মীয় পরিচয় দিয়ে অনেকেই ভোট চাইছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি, শেখ রেহানা ও আমার মেয়ে-জামাতা ছাড়া তেমন কোন আত্মীয় নেই। যাদের কারণে পদ্মাসেতুর দুর্নীতির কথা আমাকে শুনতে হয়।

সেই দুর্নীতিবাজ ব্যক্তি আমার আত্মীয় হতে পারেন না।

শেখ হাসিনা ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌরীর প্রতি ইঙ্গিত করে বলেন, যারা পদ্মাসেতু নিয়ে দুর্নীতি করেছে তাদের আপনারা ভোট দেবেন না। যারা আমাদের আত্মীয় পরিচয় দিয়ে আপনাদের কাছে যাচ্ছেন, তারা এত টাকা কোথায় পেল, কিভাবে অর্জন করলো তার হিসাব আপনারা চাইবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, নৌকা হচ্ছে শান্তির প্রতীক। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ভাংগা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী

হেদায়েতউল্যাহ সাকলায়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ, জাহাঙ্গীর কবির নানক এমপি, মির্জা আজম এমপি, আবদুর রহমান এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম নুরুন্নবী, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।