আমাদের কথা খুঁজে নিন

   

দর্শকদের সঙ্গে অনন্ত জলিল

নতুন বছরের দ্বিতীয় দিন পর্যন্ত এ আয়োজনে দেখানো হবে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘হৃদয় ভাঙা ঢেউ’, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘দ্য স্পিড’, অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’ এবং অনন্ত জলিল পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’। চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে অনন্ত জলিলের মালিকানাধীন প্রযোজনা ও পরিবেশনা সংস্থা মনসুন ফিল্মসের ব্যানারে।
অনন্ত জলিল গ্লিটজকে বলেন, “স্টার সিনেপ্লেক্স এই প্রথম বাংলা চলচ্চিত্রের একক কোনো ব্যক্তিত্বের ছবিগুলোকে একত্রিত করে মুভি উইকের আয়োজন করেছে। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। ”
তিনি আরও বলেন, “অনেকের অভিযোগ ছিল আমার ছবি মুক্তির পর টিকেট নিয়ে যে কাড়াকাড়ি হয়, তাতে অনেকেই সিনেমা হলে গিয়ে মুভি দেখতে পারেন না।

তাই আমি বলব, স্টার সিনেপ্লেক্স আমার সেসব ভক্ত-দর্শকদের জন্য আবার সুযোগ করে দিয়েছে মুভিগুলো দেখার। ”




তিনি আরও বলেন, “আমি নিজেও দর্শকদের সঙ্গে মুভি উপভোগ করার জন্য রোববার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে উপস্থিত থাকব। ”
সে সময় তার সঙ্গে অভিনেত্রী বর্ষাও থাকবেন বলে জানিয়েছেন মিডিয়া ম্যানেজার সজীব।
স্টার সিনেপ্লেক্স এর মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে বলেন, “আমাদের দর্শকদের কাছে তার সিনেমার ব্যাপক চাহিদা রয়েছে। ”
তিনি জানান, প্রদর্শনীর সময়সূচি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ইতোমধ্যে।


সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.