আমাদের কথা খুঁজে নিন

   

Nandos-এর সঙ্গে বিজয় ইতিহাস

বিজযয়ের মাস উপলক্ষে গত ২৫ ডিসেম্বর উই ফাউন্ডেশন Nandos-এর সঙ্গে যৌথভাবে 'বিজয়ের ইতিহাস' নামক অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সুবিধাবঞ্চিত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। সুবিধাবঞ্চিত শিশুদের কাছে বাংলাদেশের বিজয়ের ইতিহাস জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাবু সারোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, সংগীত শিল্পী ফাহমিদা নবী ও অভিনেতা ওমর সানী।

মুক্তিযোদ্ধা বাবু সারোয়ার বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে বিজয়ের ইতিহাস সবার জানা উচিত। সবার মাঝে তুলে ধরতে হবে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আসিব আকরাম অভি, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন) জান্নাতুল ফেরদেৌস পিয়া, ভাইস প্রেসিডেন্ট রায়হানুস সাকিব অনিক,

জেনারেল সেক্রেটারি জাহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (স্ট্রাটিজিক ডিপার্টমেন্ট) সামস হাসান কাদির, ভাইস প্রেসিডেন্ট (প্ল্যানিং এন্ড অপারেশন) নুজহাত খান, ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স) আশরাফুজ্জামান রোমেল, কোষাধ্যক্ষ সামসিল আরেফীন।  

উল্লেখ্য, ২০১২ সালে উই স্কুলের যাত্রা শুরু হয়। এখানে বাচ্চাদের বিনামূল্যে বইখাতা এবং শিক্ষা দেওয়া হয়। লেখাপড়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যসেবা ও সামাজিক বিভিন্ন সেবামূলক কার্যাদির সঙ্গে পরিচয়ের মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধির করা হয়। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।