আমাদের কথা খুঁজে নিন

   

ধুম থ্রি'র দাপটে ছবি মুক্তি বন্ধ নেপালে

ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র নেপালেরও বক্সঅফিস মাতাচ্ছে ধুম থ্রি। আমির-ক্যাটের এ অ্যাকশন-রোমাঞ্চ রসায়নের দাপটে রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে নেপালি প্রযোজকদের। তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে সেখানকার সব ছবির মুক্তি।

নেপাল ফিল্ম প্রোডিউসরস অ্যসোসিয়েশনের চেয়ারম্যান রাজকুমার রাই জানিয়েছেন, পাঁচ থেকে ছয়টা নেপালি ছবি মুক্তির অপেক্ষায় ছিল। কিন্তু ধুম থ্রি-র সঙ্গে প্রতিযোগিতার ভয়ে পিছিয়ে দেওয়া হচ্ছে ছবি মুক্তির তারিখ।

গত ২০ ডিসেম্বর ভারতের সঙ্গে নেপালেও মুক্তি পায় ধুম থ্রি। একশো কুড়িটি মাল্টিপ্লেক্সে সাফল্যের সঙ্গে চলছে ছবিটি। ৩ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে নেপালে ধুম থ্রি'র স্বত্ব কিনেছে গোপী কৃষ্ণ মুভিজ। তবে শুধু ধুম থ্রি নয়, গোটা বছর ধরেই নেপালে ভাল ব্যবসা করেছে ভারতীয় ছবি। এর আগে চেন্নাই এক্সপ্রেস হলে চলাকালীনও নেপালি ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হন ওই দেশের প্রযোজকরা।

মাল্টিপ্লেক্সের মালিকরাও ব্যবসায়িক কারণেই নেপালি ছবির থেকে বলিউড ছবিকেই বেশ, প্রাধান্য দিয়ে থাকেন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।