আমাদের কথা খুঁজে নিন

   

দুবাই মাতালো ক্লোজআপ তারকারা

লায়লা, সোহাগ, টুটুল, কেয়া, সিঁথি, রিতুরাজ, জান্নাত আর শেফালীর সাথে টিমে যোগ হল বাবু। নয় জনের কোরাস দিয়ে শুরু হল জমকালো সংগীতানুষ্ঠান। সুরমূর্ছনায় ভাসতে থাকল পুরো অডিটরিয়াম। একের পর এক জনপ্রিয় সংগীত পরিবেশনের মাধ্যমে দুবাইয়ের শেখ রাশেদ অডিটরিয়ামে 'দুবাই গালা'য় দর্শক মাতালেন ক্লোজআপ ওয়ান-২০১২ এর সেরা নয় তারকা।

পুরো অনুষ্ঠান জুড়ে একক ও যৌথ পরিবেশনায় অডিটরিয়াম ভর্তি দর্শকদের মাতিয়ে রাখেন এই নয় তারকা।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল মাসুদুর রহমান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, আমাদের সংস্কৃতি দু'হাজার বছরেরও পুরানো ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করে বহিঃবিশ্বে নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এ আয়োজন খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরো বলেন, এদেশে আমাদের যতগুলো মিডিয়া আছে তারা সবাই বাংলাদেশের পতাকাবাহী প্রতিষ্ঠান। তাদের মাধ্যমে আমাদের সংস্কৃতি চর্চার পরিধি আরও দীর্ঘ হবে।

তিনি এ আয়োজনের জন্য দুবাই গালা আয়োজক ও এনটিভি দর্শক ফোরামকে শুভেচ্ছা জানান। ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও শিবলী আল সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজা মল্লিক, শেখ আবদুল্লাহ, মোঃ সাইদ হোসেন ও ক্লোজআপ ওয়ান অনুষ্ঠানটির পরিচালক আলফ্রেড খোকন। খন্ড খন্ড পর্বে বিভক্ত অনুষ্ঠানে দুবাই গালা'র আয়োজক, পৃষ্ঠপোষক ও বিজ্ঞাপনদাতাদের সম্মাননা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ক্ষুদে শিল্পীদের ছিল একক ও দলীয় নৃত্যের বিশেষ পরিবেশনা।

উল্লেখ্য, শুক্রবার রাস আল খাইমা বাংলাদেশ স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে এই নয় তারকার।

তারা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত দুবাইয়ে অবস্থান করবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।