আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে বাসের টিকিট বিক্রি বন্ধ

এছাড়া আগে বিক্রি করা শনিবারের অগ্রিম টিকিটগুলো শুক্রবার অনেককেই ফেরত দিতে দেখা গেছে।
যাত্রী থাকলে বাস ছাড়া হবে বলে আন্তঃজেলা বাস মালিক সমিতির নেতারা জানালেও অভিযোগ রয়েছে প্রশাসনের পক্ষ থেকেও বাস ছাড়তে ‘মানা’ করা হয়েছে।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বাস কাউন্টারে শনিবারে ঢাকা ও দূরপাল্লার জেলার বাসের টিকিট চাইলে ‘নাশকতার আশংকায়’ ওইদিন কোন বাস ছাড়বে না বলে জানানো হয়।
ঢাকামুখী শনিবারের বাসের টিকিট চাইলে গ্রীনলাইন বাস সার্ভিসের দামপাড়া কাউন্টার থেকে জানানো হয়, শনি ও রোববারে কোন বাস ছাড়বে না।
কেন ছাড়বে না জানতে চাইলে কাউন্টারের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার সন্ধ্যায় বলেন, “মালিকের পক্ষ থেকে টিকিট বিক্রি করতে নিষেধ করেছে।


দামপাড়া ইউনিক কাউন্টারের কর্মীরাও জানান, শনিবারে কোন গাড়ি ছাড়বে না।
কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, “বুঝেনই তো, আমরা আর কি বলব?”
দামপাড়ার এস আলম কাউন্টার, হানিফ কাউন্টার এবং নগরীর বিআরটিসির বিভিন্ন বাস কাউন্টার থেকেও জানানো হয় শনিবারে বাস ছাড়বে না।
এ প্রসঙ্গে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনের পক্ষ থেকে বাস না ছাড়ার জন্য আমাদের নিষেধ করা হয়নি। ”
“তবে নিরাপত্তা বিবেচনায় কেউ বাস না চালানোর সিদ্ধান্ত নিলে সেটা তাদের নিজস্ব বিষয়। ”
বিরোধীজোটের ঢাকা মার্চ কর্মসূচিকে সামনে রেখে দূরপাল্লার বাস মালিকদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানা করা হয়নি বলে দাবি করেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান।


এদিকে চট্টগ্রাম নগর বিএনপি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঢাকা অভিযাত্রায় দলীয় কর্মীরা যাতে যোগ দিতে না পারে প্রশাসনের পক্ষ থেকে বাস না ছাড়তে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।
চট্টগ্রাম নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে নেতাকর্মীদের আসতে পুলিশ, প্রশাসন নানাভাবে বাধা দিচ্ছে। তারা বাস-ট্রেনের বগি রিজার্ভে বাধা দিচ্ছে।
শনিবার কোন বাস না ছাড়তে প্রশাসন বাস মালিকদের নির্দেশ দিয়েছে অভিযোগ করে শাহাদাত বলেন, “সরকার অঘোষিতভাবে অবরোধ ডেকেছে। ”


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.