আমাদের কথা খুঁজে নিন

   

‘শেখ হাসিনা আমার আত্মীয়’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের এই স্বতন্ত্র প্রার্থী শনিবার ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জনসভায় পদ্মা সেতু নির্মাণে দুর্নীতিতে জড়িতরা তার আত্মীয় নয় বলে মন্তব্য করেন।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে নিক্সন বলেন, “প্রধানমন্ত্রী তার পরিবারের কথা বলেছেন। আমার বা আমাদের পরিবারের নাম উল্লেখ করে কিছু বলেননি। কোনো আত্মীয়ের কথা বলেননি।


প্রধানমন্ত্রীর সঙ্গে আত্মীয়তা প্রসঙ্গে তিনি বলেন, তার দাদি ফাতেমা বেগম ছিলেন বঙ্গবন্ধুর বড় বোন। সেভাবেই তাদের পরিবারের সঙ্গে বঙ্গবন্ধুর পরিবারের আত্মীয়তা।
“সেই সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আত্মীয় হন। ভাই-বোন আত্মীয় হলে আমরাও আত্মীয়। ”
তিনি বলেন, “দুর্নীতি দমন কমিশন আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেও আমি পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতিতে জড়িত নই।


ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহর সমর্থনে ভাঙ্গা ও সদরপুরে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা তার আত্মীয় নয়।
“আমার আত্মীয় দলের নেতাকর্মীরা ও বাংলার জনগণ। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।