আমাদের কথা খুঁজে নিন

   

"যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি"...."আমি যদি হুকুম দেবার নাও পারি"

শেষের কবিতার আগের কবিতা

গতকাল বিকেলে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেন ‘আমি আপনাদের পাশে আছি, থাকব সব সময়। যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি, তাহলেও আপনারা আপনাদের এই কর্মসূচি, এই আন্দোলন চালিয়ে যাবেন। এ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ দেশে আমরা গণতন্ত্র এনেছি, আবারও গণতন্ত্র আনব। সেদিন আর বেশি দূরে নেই, বিজয় আমাদের সুনিশ্চিত।

(সুত্র; দৈনিক কালেরকন্ঠ)।

এখন প্রশ্ন তিনি যদি আসলেই না থাকেন তাহলে কি হবে? বিএনপির আন্দোলন কি বন্ধ হয়ে যাবে? মনে হয় না। ধরে নিলাম কোন এক কারনে তিনি থাকতে পারলেন না, তাহলে নিশ্চয়ই তার কর্মী/নেতারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন এবং এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন যদি আসলেই এমন হয়ে থাকে তাহলে কি তার অবর্তমানে চলমান আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া ওই কর্মী বা নেতারাই এই আন্দোলনের প্রধান হয়ে যাবেন???

অনেকের মনে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে এই আলোচনা কেন? নিচের অংশটুকু পড়লেই আশা করি আমার আলোচনার কারন পরিস্কার হয়ে যাবে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের কথা কি আমাদের মনে আছে? নিশ্চয়ই আছে! রক্তে আগুন ধরিয়ে দেয়া সেই ভাষনের এক জায়গার তিনি বলেছিলেন "আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।

তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। "


পরবর্তী ইতিহাসও আমাদের সবার জানা, ২৫শে মার্চ কালো রাত্রে পাক হানাদার বাহিনী তাঁকে বন্ধি করে এবং তাঁর অবর্তমানে তাঁর নেতা কর্মীরা তার ওই আদেশকে শিরোধার্য করে দেশের সাধারন জনগনকে সাথে করে ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা সুর্য ছিনিয়ে আনেন। কিন্তু দুঃখজনকভাবে বঙ্গবন্ধু হত্যা পরবর্তীকালে মুক্তিযুদ্ধকালীন কিছু নেতা/কর্মী নিজেদের স্বাধীনতা যুদ্ধের মূল নেতা হিসেবে দাবি করে বসলেন। যা নিয়ে কোন্দল আজও চলমা..

১৯৭১ সালে বঙ্গবন্ধু পারিপার্শিক অবস্থা বিবেচনায় বলেছিলেন "আমি যদি হুকুম দেবার নাও পারি", তিনি হুকুম দিতে পারেননি তার আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল, এবার খালেদা জিয়া বললেন "যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি"....এখন তিনি যদি আসলেই না থাকেন তাহলে তার কর্মীদের থেকেই কেউ একজন ভবিষ্যতে বলে বসবেন "আমিই ছিলাম ওই আন্দোলনের মূল".

তাই, সাধু সাবধান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।