আমাদের কথা খুঁজে নিন

   

বেচারা তারাকনো! বাংলাদেশে এসে পুটু মারা খেয়ে গেল!

বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বসেরা, যতই হোক আমাদের বিভেদ দিন শেষে সবাই মিলে আমরা এক মহান জাতি! বাংলাদেশী! বাঙালী!

কাগু বুঝলা বাঙালী কি জিনিস? মনে করছিলা অন্য দেশে যা করো সেই রকম ভুজুংভাজুং দিয়া আমাগো মিলায়া দিবা? খাইলাতো পুটু মারা! শোনা জ্বলে পুরে ছাড়খার, তবু মাথা নোয়ানোর নয়।

আমাগো গন্ডগোল আমরা মিটামু! তুমি কেডা, অন্য দেশে পাশ করছো বইলা কি এখানেও পাশ করবা? এত্ত সোজা? এত্ত সোজা? রবি কবি কি কইছিলেন মনে নাই? সাত কোটি সন্তানেরে, রেখেছো বাঙালী মানুষ করোনি!

টের পাইছোতো এই বার?

আবার আইলে গণ করে ছেড়ে দিবো কিন্তু! জয়... জিন্দাবাদ


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।