আমাদের কথা খুঁজে নিন

   

কংস নদের তীরে

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । কংস নদের তীরে একদিন সারাটা বিকেল ধরে খুজছিলাম কাকে ? বয়ে চলা পাল তোলা নৌকার ভীড়ে মাঝির ভাটিয়ালী সুরে এদিকে সেদিকে । নদীর রুপোলি জলে ছিল সূর্যের প্রচ্ছায়া দিগন্তে মিশেছে আকাশ কী নিষ্পাপ মায়া । সেই জলে পা ভিজিয়েছিলে তুমি আর আমি দুফোটা কান্না কান্না তোমায় ছুয়ে গেল আমার আর কিছুই চাইনা । একই বাতাসে নিঃশ্বাস নেই তুমি আর আমি একই আকাশের নীচে মোদের একই চারণভূমি । আর কোন দুঃখ নেই তোমারি তফাতে জেনে গেছি আজো ভিজি একই জোছনাতে । সেই কংস নদের তীরে বয়ে চলা বাতাস দলে দলে ছেড়া ছেড়া সুখগুলো আজো বুনে চলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।