আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারন এক গণতন্ত্র দেখল গুটা বিশ্ব !



অসাধারন এক গণতন্ত্র দেখল গুটা বিশ্ব !

২৯.১২.২০১৩ অনেক দিন মনে রাখবে জাতি এই তরিখ টি । মনে রাখবে আমাদের পুলিশ বাহিনী কে , দুঃখিত যৌথ বাহিনী কে । বর্ডার কে রক্ষা করা থেকে ও বেশী জরুরী হচ্ছে জালিম সরকার কে রক্ষা করা । তাই তো আমাদের বিজিবি ভাই রা এখন শহরে দ্বায়ীত্ব পালন করছেন । বর্ডারে কি আর বাংলাদেশের মানুষ মারা যায় ? তারা তো গরু চুর !
তাদের এখন সবচেয়ে বড় দ্বায়িত্ব হচ্ছে দেশের জনগনের সম্পদ হরণ কারিদের কে রক্ষা করা ।

তারা আর কেউই নন , আমাদের বর্তমান সরকারের মন্ত্রি , এমপি রা । আগে শুনতাম ক্ষমতায় গেলে নাকি সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় , এখন দেখি, না কলা গাছ না একেবারে বটগাছ হয়ে যায় !!!

২৯.১২.২০১৩ এই তারিখে কি ১৮ দলিয় জোটের সমর্থক রা ২০০৬ এর ১.১১ এর ২য় ভারর্সন উদ্বোধন করতে এসেছিলেন ? নাকি তাদের গনতান্ত্রিক অধিকার আদায় করার জন্য মার্চ ফর ডেমোক্রেসী নামের একটি শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য সমবেত হচ্ছিল ?

আওয়ামী লীগ কি কখনো তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেনি ? হরতাল করেনি ?অবরোধ করেনি ? কিনা করেছে বিরোধী দলে থাকা কালীন সময় টাতে ? সেই এক্ই কাজ যখন বর্তমান বিরোধী দলেরা একত্র হয়ে করছে তখই তা দেশদ্রোহীতা হয়ে গেল । পুলিশ এর সমর্থন এ যখন ছাত্রলীগ এর সন্ত্রাসী রা সুপ্রিম কোর্ট এর আইনজীবি দের উপর হামলা করে তখন তা আর রাষ্ট্রদ্রোহীতা বা আদালত অবমাননা হয় না ! প্রেস ক্লাবে হামলা করা তখন স্বাধীনতার চেতনায় রুপ নেয় ।

অথচ সারাদেশ থেকে আগত অসংক্ষ ১৮ দলিয় জোটের সমর্থকরা যদি কোন বিশৃক্ষলা সৃষ্টি করতো তখন তারা কত বড় দেশদ্রোহী হয়ে যেত তা আর বলার ইয়ত্বা থাকেনা ... তারা কি পারত না ঢাকায় এক বিড়াট সংর্ঘষ তৈরি করতে ? কিন্তু তারা তা করে নি, কারন তারা ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী দের মত এত বিষাক্ত নয় !!!

হরতালে বাধা , অবরোধে বাধা , পথ চলতে বাধা , ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে নতুন নতুন মামলা ! কি অপরুপ সুন্দর আমাদের রাষ্ট্রব্যাবস্থা । এতে করে কি শান্তি ফিরে আসবে ? এটাই কি সমঝতা ? এই পৃথিবীতে অনেক বড় বড় ক্ষমতা ধর রা তাদের ক্ষমতার বহর দেখিয়ে চলে গেছেন , কিন্তু আজ তাদের নামে কেউই কোন ভাল কথা বলে না , শুধু ধিক্কার ই থাকে মনের ভিতরে ।

এই যদি হয় ক্ষমতার অর্জন তাহলে কি আর বলার ।

দেশের এক বিঢ়াট সংখ্যক ভোটাররা আজ হারিছে তাদের ভোটাধিকার । এটাই কি গনতন্ত্র ? বিগত পাঁচ বছরে আমরা হারিয়েছি আমাদের অমূল্য রতন ৫৭ জন বীর সেনা , হরিয়েছি অসংখ্য সংগ্রামী তরুন , দূনীতির দালানের নিচে চাঁপা পরা হাজারও পোশাক শ্রমিক ভাই ও বোন দেরকে । নিঃচিন্হ হয়ে যাচ্ছে আমাদের সীমান্ত এলাকার জনপদ । পুলিশের পায়ে পদদলিত হচ্ছে আমাদের শিক্ষক রা ।

দিন দুপুরে হত্যা করা হচ্ছে অসংখ্য বিশ্বজিত কে । জাগায় জাগায় লাঙ্ছিত হচ্ছেন আমাদের আলেম সমাজ । শেয়ার বাজারে হচ্ছে লুটের মিছিল । আর দৈনদিন বাজার , সেতো এক বিড়াট কাহিনী। এটাই কি আমাদের স্বাধীনতার প্রাপ্ত্রি ?

নাস্তিকেরা যখন আন্দোলন করে তখন তারা দেশের চেতনার বীর বলে আখ্যায়িত হয় ।

তাদের কে পুলিশি নিরাপত্তা দেওয়া হয় । অথচ ইসলাম এর কোন একটি বিষয়ে কথা বললেই হয়ে যায় রাজাকার ! দাড়ি তো না ই টুপি টা পরা ও একটা দারূন অপরাধ .....!

এদেশের মানুষ কি এই জন্যই বার বার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে আমাদের রাজনৈতিক দল সমূহ কে ? তাই বলতে চাই ক্ষমতা কখনই চিরস্থায়ী হয়না কারোও জন্যই .... ভুলে যান এইসব দ্ভাভিকতা আর বুঝতে শিখুন গনতন্ত্রের ভাষা।




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.