আমাদের কথা খুঁজে নিন

   

"সাংবাদিক যখন কমান্ডো"( কিন্তু পিছনের গল্প !!!)





দেশে আরেকটা কমান্ডো গ্রুপের খবর পাইলাম আমরা সবাই , তা হইল সাংবাদিক কমান্ডো । কি কসরত তাইনা দেখাইলো গতকাল ।

দেশের রাজনীতি অবস্থা চরম খারাপ , কিন্তু একটা বিশাল পরিবর্তন ঢাকায় হচ্ছে , এটা কেউ খেয়াল করছে নাকি জানিনা । ঢাকায় এই মুহূর্তে অনেক দরিদ্র মানুষ প্রবেশ করতেছে , এটা খুবই নীরবে হচ্ছে । গত ৫ দিনে আমি পাঁচটা রিকশাওয়ালার সাথে কথা বললাম , তারা গত একমাসের মধ্যে ঢাকায় প্রবেশ করছে , কারণ কাজের অভাব ।

এইসব দরিদ্র মানুষগুলোর ব্যাপার আমরা দেখছিনা । আমাদের দেশের সরকার-বিরোধীদল কেউই দেখছেনা । বামরাজনীতি , জামায়েত কেউই লক্ষ্য করছেনা । সবাই একটা জিনিস জানে ক্ষমতা ।

পুনশ্চঃ তারা কি ক্ষমতা কবরে নিবে রাজনীতিক নেতারা ।

আসলে আমাদের দেশের মানুষ আমরা নিজেরাই খারাপ , ভালো-যোগ্য লোক নির্বাচনে দাঁড়ালে আমরা ভোট দেইনা । পরে যখন ঠেলায় পরি , তখন চিল্লাই সেনাবাহিনী কই !!!!!

সবাই একজন ভালো নেতা চায় কিন্তু যখন ভালো নেতা আমরা পাবো , তখন তাকে মূল্যায়ন করবোনা । সবাই ভালো নেতার কাছে নির্ভরশীলতা খুঁজি , কিন্তু তাকে কি সেটা দিতে পারবো আমরা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.