আমাদের কথা খুঁজে নিন

   

বিকেল ৩টায় বের হতে পারেন খালেদা

বিকেল তিনটা নাগাদ নয়াপল্টনে যাওয়ার চেষ্টা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাজপথে নামার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি এই নতুন সময় বেছে নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়।

মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির নেতৃত্ব দিতে রোববারই নয়াপল্টন যেতে চেয়েছিলেন বিএনপি প্রধান। কিন্তু বিরোধী দলীয় নেতা হিসেবে তাকে দেওয়া নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার করে বাসার সামনে অতির্কিত পুলিশ মোতায়েনের কারণে তা সে ইচ্ছা পূরণ হয়নি।

সন্ধ্যায় দলের ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যন্ত রাজপথ, নৌপথ ও রেলপথে অবস্থানের ঘোষণা দেওয়ার পর আটক হন।

তবে তার আগে তিনি বলেন, সোমবার যে কোন সময় খালেদা জিয়া নয়াপল্টনে আসবেন।

দলীয় সূত্র বলছে, সোমবারও যে কোন মূল্যে রাজপথে নামার চেষ্টা করবেন খালেদা জিয়া। মূলত বিকেল তিনটার দিকেই মূল চেষ্টাটা চালাবেন তিনি। একই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদেরও পল্টন অভিমুখে মার্চ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সিনিয়র নেতাদের অনেকেই এরই মধ্যে নয়াপল্টনের আশপাশে বিভিন্ন বাসাবাড়িতে অবস্থান নিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।