আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তিবিশ্ব ও ক্যারিয়ার ভাবনা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। প্রযুক্তির এ ছোঁয়া লাগছে সব সেক্টরেই। এরই ধারাবাতিকতায় অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংও এগিয়ে চলছে। বিদেশের মত এখন বাংলাদেশেও এর চাহিদাও গ্রহণযোগ্যতা ধাপে ধাপে বাড়ছে। এছাড়াও এয়ারলাইন্স এবং অ্যাভিয়েশন খাতে প্রতিনিয়ত বাড়ছে নতুন কর্মক্ষেত্র এবং আসছে পেশাগত নতুনত্ব।

এদিক দিয়ে বিশ্বজুড়ে চাহিদাসম্পন্ন অ্যাভিয়েশন খাতে বেশ কয়েকটি প্রফেশনের যোগ হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। এখানে যেমন উচ্চ বেতন পাওয়া যায় তেমনি রয়েছে স্মার্ট জীবনযাপনের ধারা। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স, যা মূলত এসএসসি বা 'ও' লেভেল পাসকৃত শিক্ষার্থী থেকে শুরু করে এইচএসসি বা 'এ' লেভেল গ্র্যাজুয়েটরা করতে পারেন। এ ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

এছাড়া এটি এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স যেখানে এয়ারলাইন্সের ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কনট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফাইন্যান্স ইত্যাদি। টেনোলজির এসব দিক মাথায় রেখে বিভিন্ন কোর্স চালু করেছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। এ বিষয়ে আরো জানতে # কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক), ফোন : ৮৯৯১৩৭১। সবচেয়ে বড় কথা বিজ্ঞানের অগ্রযাত্রায় শামিল হতে না পারলে পিছিয়ে পড়তে হবে। তাই প্রযুক্তির সেক্টরকে পুঁজি করে এগিয়ে যেতে হবে।

* ক্যারিয়ার ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।