আমাদের কথা খুঁজে নিন

   

‘খালেদা জিয়া রেগে গিয়ে হেরে গেলেন’

“একজন দায়িত্বশীল নেত্রী হিসেবে তিনি এ ধরনের আচরণ বা ভাষা প্রয়োগ করতে পারে না, যা দেশের অনেক মানুষকে ব্যথিত ও অবাক করেছে,” বলেছেন তিনি।
ওবায়দু কাদের সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বেগম জিয়া আসলে রেগে গিয়ে হেরে গেছেন, বিরোধী দলের আন্দোলন রাজপথে নেই, নয়াপল্টনেও নেই। তাদের আন্দোলন আদালতের অঙ্গনে সীমিত হয়ে পড়েছে।
“দ্বিতীয়বার কর্মসূচি দিলেও সকাল ১০টায় নয়াপল্টনে ১০ জন লোকও জড়ো করতে পারেনি, এরকম দেউলিয়াপনা আমাদের ইতিহাসে বিরোধী দলের রাজনীতিতে আন্দোলনে দৃশ্যমান হয়নি। ”
শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যেরও সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা কাদের।


“বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ নিয়ে বিরোধীদলীয় নেতা বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন, রাজনীতিতে মতের ভিন্নতা থাকতে পারে, আদর্শের পার্থক্য থাকবে। তিনি গোস্যা করে জেলার নাম পরিবর্তনের কথা বলেছেন, খুবই অমার্জিত ও অশালীন ভাষায় বলেছেন।
“শেখ হাসিনার ওপর গোস্যা করে তিনি কি গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে বাদ দিতে চান, গোপালগঞ্জের পরিবর্তে বিকৃত গোপালী শব্দ কি বিরোধী দলের নেতার মুখে মানায়, এটি কি তার দায়িত্বশীলতার পরিচয়?”
সুপ্রিম কোর্টের রোববারের সংঘাতে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।
“দলীয় পরিচয়ে রোববার আদালত অঙ্গনে যারা বাড়াবাড়ি করেছে, দলের পক্ষে সেটা খতিয়ে দেখা হচ্ছে, যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে। ”
“সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই লাঠি নিয়ে আর মিছিল হবে না, নৌকা নিয়ে মিছিল হবে,” একইসঙ্গে বলেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.