আমাদের কথা খুঁজে নিন

   

জুক

হৃদয় ছবি বাংলাদেশের গ্রাম এলাকাতে এন.জি.ও পরিচালিত কিছু স্কুল আছে। তাদের মধ্যে একটি স্কুলে শিক্ষিকা পাঠ দান করছেন। শিক্ষিকা বোর্ডে ৎ লিখে বল্লেন, "এটা হলো খন্ড-ত, দেখতে অনেকটা সাপের মতো, তাই না? আচ্ছা তাহলে এই রকম অক্ষর দেখলে তোমরা বুঝবে এটা খন্ড-ত"। এভাবে আরে কিছু অক্ষর লিখে শিক্ষিকা শিশুদের অক্ষরজ্ঞ্যান দিলেন। এবার শিক্ষিকা বিভিন্ন অক্ষর লিখে সবাইকে পড়া ধরছেন আর না পারলে বার বার বলে দিচ্ছেন যাতে শিশুদের অক্ষরগুলো মুখস্ত হয়ে যায়। এক পর্যায়ে শিক্ষিকা বোর্ডে ৎ লিখে বল্লেন, "বলতো এটা কি?" এক ছাত্র দাঁড়িয়ে বল্ল আফা... এইডা অইলো হাপ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।