আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ীভাড়া...আপডেট!

বাড়ীওয়ালা আংকেল আপনার জন্য একখান লেখা.... প্রতি বছর হ্যাপ্পি নূ ইয়ার আপনার কেমন কাটে তা আমার বেশী জানা নেই, তবে আপনার হঠাৎ করে যে টাকা পয়সার টানাটানি শুরু হয়ে যায় তা অনুমান করতে পারি। জ্বী, অবশ্যই, নতুন বছরের শুভেচ্ছা হিসাবে হাজার দুয়েক টাকা বাড়ীভাড়া বাড়তেই পারে, এই সাধারন বিষয়টা নিয়ে এতো হল্লা-চিল্লার কি মানে আছে! ভুল করে ফেলেছি আংকেল, পুলাপান মানুষতো, দুই আর চাইর যোগ কইরা পাঁচ কইতে মনে চায়না... কবি বলিয়াছেন,......লাইনটা মনে পরতেছেনা...আফসুস... অবশ্য নিতান্তই স্বার্থপরের মতো শুধু নিজেরটাই চিন্তা করলাম, আংকেলের দিকটাওতো চিন্তা করতে হবে। এতো বড়ো একটা বাড়ীর দেখাশোনা করা, প্রতি মাসের প্রথম সপ্তায় ভাড়া কালেক্ট করা, তিন-চার বছর পর পর ছোট-খাটো রিপেয়ারিং করা ইত্যাদি নানান কাজতো বিলকুল ফ্রি-তে করে দেন! নিন্দুকেরাতো কতো কথাই বলিবে, তাই বলিয়া কি কোনো মহৎ উদ্যোগ থামিয়া থাকে? (লাইন মনে পড়ছে অবশেষে, তবে সন্দেহ হইতেছে এইটা স্বঘোষিত বানী) অতএব, চালায় যান, আংকেল। আমাদের বেতন বাড়লো কি-না, এইটা কোনো বিষয় না। আপনার ইনক্রিমেন্টটা তো অন্তত ঠিক থাকুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।