আমাদের কথা খুঁজে নিন

   

চাই সামু’র এন্ড্রয়েড অ্যাপস

রাজায় রাজায় যুদ্ধ করে, উলুখাগড়ায় প্রাণান্ত ।

আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যে বিষয়ে আলোকপাত করছি তা আগে থেকেই হয়তোবা পর্যালোচনায় আছে । আমি নতুন, একেবারেই নতুন, যাকে বলে – সদ্য প্রস্ফুটিত । তাই পুরনো কাসুন্দি তে পুনরায় ঘাঁটাঘাঁটি পড়ে যেতেই পারে । সেই ব্যাপারটাতে অগ্রজদের ক্ষমাসুন্দর দৃষ্টিই কাম্য ।



বিনয় দেখালাম অনেক, এবার আসল কথায় আসি । সারাক্ষণ মোবাইলের ফেসবুক অ্যাপস-এ অনলাইন থাকতে থাকতে, নতুন করে ব্রাউজার খুলার পরিশ্রমটা একটু বেশিই ঘুরপথ মনে হয়। আর প্রিয় সামু’তে ঢুকতে চাইলে এ ছাড়া উপায়ও নেই । এন্ড্রয়েড অথবা অন্যান্য মাল্টি মিডিয়া ফোন গুলুতে ফেসবুক, ইয়াহু, জিমেইল, টুইটার ইত্যাদি আইকন গুলুতে চাপ দিলেই অ্যাপস নিয়ে যাচ্ছে আমাদের কাঙ্খিত পেজগুলুতে। একবার ভাবুন, সামু’র যদি এরকম একটা অ্যাপস থাকতো, তাহলে কতোইনা সুবিধা হতো ।

যখন তখন শুধুমাত্র আঙুলের ডগার স্পর্শেই খুলে যেত প্রিয় সে ভুবন ।

পরসমাচার এই যে, আমার দ্বারা উহা সম্ভবপর নহে । তবে আমার বিশ্বাস যাদের পক্ষে সম্ভব তারা এখানে আছেন । যারা পারবেন - তাদের বলছি, বানিয়ে ফেলুন একটা সামু’তে সহজে ঢোকার অ্যাপস । নিজেদের আর বাকি সবাইকে উপহার দিন সেই মায়াপুরির ফটক।




 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।