আমাদের কথা খুঁজে নিন

   

অনিশ্চিত গন্তব্যে পা দিয়ে কেউ ভাল থাকবেন না।

উপলব্দি প্রকাশ করি নির্ভয়ে

আর একটি সৌর বছর শুরু হল। মহাকাশে সুর্যের আবর্তন অব্যাহত ভাবে হয়েই যাচ্ছে। পেছনে একটি ঘটনা বহুল বছর পেরিয়ে এলাম। রাজনৈতিক অস্থিরতা, হরতাল আন্দোলন, দমন নিপিড়ন, সামরিক- বেসামরিক- রাজনৈতিক হত্যাকাণ্ড, অগ্নিকাণ্ড- দুর্ঘটনা-ভান ধ্বসজনিত প্রাণহানি ইত্যাদি বহুবিধ উদাহরণ সৃষ্টি করে ২০১৩ সালটি বিদায় নিয়েছে। খুব সহজে একটি জাতি কিভাবে পরাশক্তির করতলগত হতে পারে, নিজেরা নিজেদের পায়ে হাসিমুখে কিভাবে কুঠার মারতে পারে তার চমতকার উদাহরণ বাংলাদেশ।

আমাদের নেতা নেতৃদের যে ন্যূনতম দেশপ্রেম নেই তা সবাই বুঝে গেছেন। প্রধানমন্ত্রী এত নির্লজ্জ ও বেহায়া কেন হলেন তা তার দলের লোকদের কাছেও গবেষণার বিষয়। ভোট ডাকাতি করে, জোর করে ক্ষমতায় থেকে এরশাদ যদি স্বৈরাচারী হয় তবে শেখ হাসিনা কি হবেন? মানুষ হিসেবে মিনিমাম যে স্টান্ডার্ড থাকা উচিত সেটিও আমাদের নেতাদের নেই। উতকর্ষতা আসবে কোন জায়গা হতে? বিরোধী দলের নেতাদের উটপাখি নীতি কর্মীদের উজ্জিবীত করেনি। ১৮ দলীয় নেতৃর সাম্প্রতিক লাগামহীন বক্তব্য ও প্রশ্নবিদ্ধ হয়েছে।

বিদেশীরা বগল দাবাচ্ছে ভাল একটি সুযোগ পেয়েছে বলে। যে দলই আসুক এখন তাদের কথা শুনতে হবে। তাদের স্বার্থের পাহারাদারি করতে গিয়ে জনগনের সর্বনাশ ডেকে আনা হবে। অবশ্য জনগনের সর্বনাশের তেমন কিছু বাকি নেই। জাতিসত্বার অস্তিত্ব যদি হুমকির মুখোমুখি হয় তখন হয়তো জনগন গা ঝাড়া দিয়ে উঠতে পারে।

সে ক্ষেত্রে সরকারী দল বিরুধী দল কেউ দায় এড়াতে পারবেন না। এদেশের শান্তিপ্রিয় জনগনের অনুভুতি নিয়ে খেলাধুলা করার পরিণতি কিন্তু ভাল নয়। এ জাতির দুর্ভগ্য সাংবিধানিক পদ গুলো যারা দখল করে আছেন তারা আপন মহিমায় ভাস্বর হতে পারেন না। ক্ষমতা যত সীমিতই হোক না কেন প্রেসিডেন্ট, স্পীকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার এই পদগুলো এক একটি ইনস্টিটিউট। চেষ্টা করলে, জাতির জন্য কিছু করতে চাইলে অনেক কিছুই করতে পারেন।

এক ব্যক্তির ইচ্ছা ঘোড়ায় এরা চড়তে পারেন না। নির্বাচন কমিশনের ঠুটো জঘন্নাথ আচরণতো আমাদের হতবাক করেছে। ন্যূনতম মেরুদন্ড না থাকলে সে তো জীবন্ত লাশ। সমাধানের সময় একেবারে শেষ হয়ে যায়নি। চাইলে এখনো সমাধান করা যায়।

বর্তমান তফসিল বাতিল করে, সংসদ ভেঙ্গে দিয়ে, গ্রহনযোগ্য কাউকে সরকার প্রধানের দায়িত্ব দিয়ে ২৪ জানুয়ারী থেকে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা যায়। তা না হলে অনিশ্চিত গন্তব্যে পা দিয়ে কেউ ভাল থাকবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।