আমাদের কথা খুঁজে নিন

   

গেল বছরে অ্যাপল সারপ্রাইজগুলো



১০. টুইটারে টিম কুক
অ্যাপলের ভবিষ্যত পরিকল্পনা ও চলমান কর্মকাণ্ড সম্পর্কে জানতে অপেক্ষা করতে হয় মিডিয়া ইভেন্ট পর্যন্ত। সেখানেও সাংবাদিকদের কাছে অনেক তথ্য অজানাই থেকে যায়। তবু থেমে নেই আগ্রহীদের আগাম তথ্য জানার চেষ্টা। কিছুদিন আগে টুইটারে আত্মপ্রকাশ করেন অ্যাপল সিইও টিম কুক। দেরিতে টুইটারে যোগ দিলেও তার পোস্টগুলোতে অ্যাপলের যুগান্তকারী কোনো প্রযুক্তির নতুন খবর মেলেনি।

যদিও টুইটারে অসংখ্য পাঠকের দৃষ্টি কুকের দিকে।
২ ডিসেম্বর টুইটারে ১৮তম আপডেট দেন কুক। তার ওই পোস্ট প্রমাণ করে না তিনি অনেক দেরিতে প্রবেশ করেছেন। ওই পোস্ট প্রকাশের পর তার টুইটার পেইজে ফলোয়ারের সংখ্যা দাঁড়ায় তিন লাখ ২৫ হাজারেরও বেশি।
 
৯. গুগল প্রতিষ্ঠানে অ্যাপল চেয়ারম্যান
স্মার্টফোনের এ যুগে ইন্টারনেট জায়ান্ট গুগল ও টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে পরস্পরবিরোধী সম্পর্ক দেখা গেলেও অ্যাপলের বোর্ড চেয়ারম্যান যোগ দিলেন গুগলে।

অ্যাপলেও তার পদটি বহাল থাকছে।
জৈবপ্রযুক্তি নিয়ে আজীবন গবেষণা করা আর্ট লেভিনসন ২০১১ সালের নভেম্বর থেকে অ্যাপলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন। টাইম ম্যাগাজিন জানিয়েছে, গুগল সমর্থিত হেলথ সায়েন্স কোম্পানিতে যোগ দিচ্ছেন তিনি, এদিকে অ্যাপলেও তার পদটি বহাল থাকছে। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন তিনি। টাইম মন্তব্য করেছে, এই প্রথম এমন একটি বিষয় দেখা গেল যেটি অতীতেও কখনও হয়নি এবং ভবিষ্যতেও হয়তো কখনও হবে না-- অ্যাপল সিইও টিম কুক প্রশংসা বাণী দিয়েছেন কোনো একটি গুগল পণ্যের জন্য।


 
৮. দাতব্য কাজে লাইকা ক্যামেরা
ডিজাইনার জনি আইভের হাত ধরে এসেছে অ্যাপলের গত দুই দশকের প্রতিটি পণ্য। ২০১৩ সালে অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আইভ এইডস মুক্ত আফ্রিকা গঠনের জন্য বিখ্যাত প্রযুক্তিপণ্য ডিজাইনারদের সঙ্গে নিয়ে তৈরি করেছেন লাইকা ক্যামেরা। যেটি ১৮ লাখ ডলারে বিক্রি হয়।
 
৭. কাইনেক্ট ব্যবহার করবে অ্যাপল
মাইক্রোসফটের মালিকানাধীন এক্সবক্স ওয়ান গেইমিং কনসোলের ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় কাইনেক্ট। ২০১০ সালে প্রথম বাজারে আসে কাইনেক্ট।

নভেম্বরে অ্যাপলের মালিকানাধীন প্রাইমসেন্স তিন কোটি ৬০ লাখ ডলারে এটি কিনে নেয়। ভয়েস ও অঙ্গভঙ্গির শনাক্ত করতে পারে এটি।
অ্যাপল এইচডি টিভি আনতে পারে-- এ কথা অনেকদিন ধরে শোনা যাচ্ছে। তাতে এ প্রযুক্তি ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও এ সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।


 
৬. নতুন ফিচার সিরি
ধরুন আপনি কোথাও গিয়ে সেখানে থাই কিংবা চাইনিজ খাবারের রেস্টুরেন্ট খুঁজছেন। ভয়েস সার্চ কমান্ড করলে সেখানকার চাইনিজ কিংবা থাই খাবারের রেস্টুরেন্টগুলো কোথায় অবস্থিত সে তথ্যগুলো খুঁজে দেবে সিরি। পার্সোনাল এসিসট্যান্টের মতো কাজ করে এটি। এছাড়া আবহাওয়ার খবর জানতে "What is the weather like today? বললে, স্থানীয় আবহাওয়ার খবর জানাবে।
 
৫. চীনে অ্যাপলের ফ্যাশনেবল রিটেইল স্টোর
চীনে অ্যাপল আইফোন, আইপ্যাড ও অন্যান্য ডিভাইসের বাজার বর্ধিত করতে পদক্ষেপ নিয়েছে।

সেখানে নতুন করে রিটেইল স্টোর খুলে অ্যাপলের পণ্যগুলো বিক্রি হচ্ছে। ক্রেতাদের আকর্ষণ করতে ফ্যাশনেবল স্টাইলে সাজানো হয়েছে খুচরা বিপণিগুলো।
 
৪. ম্যাক প্রোতে আমূল পরিবর্তন
অ্যাপলের শক্তিশালী ডেস্কটপ টাওয়ার কম্পিউটার ম্যাক প্রো। ম্যাক প্রো দেখতে প্রচলিত ডেস্কটপের মতো নয়। ডিজাইনে রয়েছে নতুনত্বের ছাপ, তথ্য প্রক্রিয়াকরণের গতিও অনেক বেশি।

যেসব পেশাজীবীদের দ্রুতগতিতে কাজ করতে হয়, তাদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এ কম্পিউটার। দামও প্রচলিত ডেস্কটপ কম্পিউটারের চেয়ে অনেক বেশি।
 



 
৩. একসঙ্গে দুটি আইফোন
২০১৩ সালে অ্যাপল বাজারে এনেছে আইফোন 5এস ও 5সি দুটি নতুন মডেলের আইফোন। অ্যাপলের ঘোষণা অনুযায়ী আইফোন 5সি সস্তা হওয়ার কথা থাকলেও বাজার বিশ্লেষকদের চোখে তা ছিল বিস্ময়। কথিত সস্তা আইফোনের দাম এতটাই বেশি যে, তাতে বিস্মিত হয়েছেন খোদ বাজার বিশ্লেষকরা।


 



২. ওএস এক্স, আইলাইফ ও আইওয়ার্ক
ম্যাক কম্পিউটারের জন্য ওএস এক্স ১০.৯ ম্যাভরিকস এনেছে অ্যাপল। ম্যাক অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে এ ভার্সন আপগ্রেড করা যাচ্ছে।
এ বছরই আইলাইফ ও আইওয়ার্ক নামের নতুন অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে অ্যাপল। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের মতো অফিস প্রোগ্রাম বানানোর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।  
 
১. আইওএস ৭
২০১৩ সালে অ্যাপল আইওএস অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন আইওএস ৭ অবমুক্ত করে।

অ্যাপল জানিয়েছে আগের আইওএসের চেয়ে ভিন্ন হবে আইওএস সেভেন। এতে যুক্ত হয়েছে নতুন ফিচার। যদিও আইওএসের নতুন ভার্সন আপডেটে করতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় অ্যাপলপ্রেমীদের।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।