আমাদের কথা খুঁজে নিন

   

৫৯ জেলায় শুক্র-শনি ব্যাংক খোলা

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জানান, জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর বাদে দেশের বাকি সব জেলার সব ব্যাংক শাখার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।

ওই পাঁচ জেলার সবগুলো আসনেই একজন করে প্রার্থী থাকায় তারা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে এসব জেলায় আর ৫ জানুয়ারি ভোটগ্রহণের প্রয়োজন পড়বে না।

বাকি ৫৯ জেলায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে বলে সব ব্যাংকও সেদিন বন্ধ রাখা হবে। এ কারণেই শুক্র ও শনিবার ওইসব জেলায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে আসাদুজ্জামান জানান।

বিজিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই দুই দিন ব্যাংকগুলোতে কেবল ক্যাশ ও ক্লিয়ারিং সংক্রান্ত কাজ হবে। অর্থাৎ নগদ ও চেকে লেনদেন চলবে।

বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলারও জারি করবে বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।