আমাদের কথা খুঁজে নিন

   

শেষ মুহূর্তের গোলে লিগ শীর্ষে আর্সেনাল

শেষ মুহূর্তের জোড়া গোলে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে বছরের প্রথম দিন লিগ শীর্ষে পৌঁছে গেল আর্সেনাল। পুরো ম্যাচে বলার মতো কিছুই করেননি আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা। ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক দু'মিনিট আগে ছন্দপতন কার্ডিফ সিটির।

যখন সবাই ধরেই নিয়েছে আর্সেনালের থেকে পয়েন্ট কাড়তে চলেছে কার্ডিফ সিটি তখনই বেন্টনারের পা থেকে এল সেই গোল৷ ৮৮ মিনিটে সাগনার শট কোনও রকমে আটকে দেন কার্ডিফ গোলকিপার  মার্শাল। কিন্তু আটকে দিলেও বল নিজের দখলে রাখতে পারেননি তিনি।

তার হাত থেকে ছিটকে আসা বলেই নিকলাস বেন্টনারের শট জড়িয়ে যায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল।

অতিরিক্ত সময়ে শেষ কাজটি করে যান থিও ওয়ালকট। ম্যাচের অতিরিক্ত সময়ে জ্যাক উইলশেয়ারের থ্রু থেকে ওয়ালকট ভুল করেননি ব্যবধান বাড়িয়ে নিতে। এই জয়ের সঙ্গেই ম্যাঞ্চেস্টার সিটির থেকে এক পয়েন্ট বেশি নিয়ে লিগ শীর্ষে চলে গেল আর্সেনাল।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।