আমাদের কথা খুঁজে নিন

   

শাহিদ-সোনাক্ষি প্রেম?

এক সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনেও নাকি বেশ অন্তরঙ্গ হয়ে উঠেছেন এই জুটি।
‘আর...রাজকুমার’ সিনেমায় কাজ করার সময় বন্ধুত্ব হয় শাহিদ-সোনাক্ষির। সিনেমার কাজ শেষ হয়ে যাওয়ার পর তাদের বন্ধুত্ব হয়েছে আরও গভীর।
সূত্রটি আরও জানায়, সিনেমার শুটিংয়ের সময় একে অপরের সঙ্গে ‘পরিচিত’ ছিলেন এই জুটি। কিন্তু শুটিংয়ের দিনগুলোতে একসঙ্গে সময় কাটিয়ে আরও গভীর হয় তাদের পরিচয়।

একসময় তারা বুঝতে পারেন, বন্ধুত্বের চাইতেও বেশি কিছু চলছে তাদের সম্পর্কের মধ্যে।




এ বিষয়ে এখনই জনসম্মুখে কিছু জানাননি কথিত এই জুটি। তবে তাদের এই প্রেমের ঘটনা অজানা নেই ঘনিষ্ঠ বন্ধু মহলে।
এমনকি ‘আর...রাজকুমার’-এর প্রচারণার সময় সোনাক্ষিকে একটি শাড়ি উপহার দিয়েছিলেন শাহিদ।    
সূত্রটি আরও জানায়, এতদিন ধরে বন্ধুত্ব বজায় রাখলেও অতি স¤প্রতি প্রেম শুরু করেছেন শাহিদ-সোনাক্ষি।

একে অপরের সঙ্গ খুবই পছন্দ করেন তারা। তবে এখনই এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি নন এই জুটি। আপাতত পর্দার আড়ালে থেকে প্রেম করতে চান তারা।
মিডডে আরও জানিয়েছে, ইদানিং প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে এই দুই সহশিল্পীকে। সম্প্রতি এক বন্ধুর পার্টিতেও একসঙ্গে অংশ নিয়েছিলেন তারা।


তবে ঘটনার সত্যতা জানার জন্য শাহিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে মিডডে। সোনাক্ষিও মুখ খুলতে রাজি হননি।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।