আমাদের কথা খুঁজে নিন

   

স্পিকারের হস্তক্ষেপ চাইল বিএনপি

বিরোধী দলীয় নেতাকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে দাবি করে এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং এ বিষয়ে একটি স্মারকলিপি দেন।

১০ মিনিটের ওই সংক্ষিপ্ত সাক্ষাতের পর সংসদের মিডিয়া সেন্টারে স্মারকলিপিটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান ফারুক। তিনি বলেন, সংসদ এখনো বহাল আছে। খালেদা জিয়া এখনো বিরোধী দলীয় নেতা। তাহলে তাকে কেন অবরুদ্ধ করে রাখা হয়েছে, কেন তাকে বের হতে দেয়া হচ্ছে না, কেন তার সঙ্গে নেতাকর্মীদের দেখা করতে দেয়া হচ্ছে না, তার প্রোটোকল প্রত্যাহার করা হলো- জাতি তা জানতে চায়।

তিনি আরও বলেন, আমরা স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।”


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.