আমাদের কথা খুঁজে নিন

   

সাইকো-থ্রিলার (রহস্যময় গল্প, চরিত্র)

আপডেট নেই। ।

আমার মত যারা মাগানই অন-লাইন থেকে থ্রিলার,গোয়েন্দা,রহস্য বই ডাউনলোড করে পড়েন তাদের জন্য আজ একটা অসাধারণ সাইকো থ্রিলার বইয়ের সাথে পরিচয় করে দিব। । [হয়তবা অনেকে পড়ে থাকতে পারেন]

বইয়ের নামঃসাইকো
লেখকঃ রবার্ট ব্লচ
অনুবাদঃঅনীশ দাস অপু

বিশ্বখ্যাত হরর লেখক রবার্ট ব্লচের 'সাইকো' রচিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ১৯৫৯ সালে।

। অসাধারণ এই সাইকোলজিক্যাল থ্রিলার প্রকাশের সাথে সাথে পরিণত হয় বেষ্ট সেলারে। । বইতে রয়েছে ভয়, উত্তেজনা, রোমাঞ্চ আর শিহরনের দারুন এক কম্বিনেশন। ।

বইটিকে অনেকেই সর্বকালের সেরা সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে অভিহিত করেছে। । বইটি পড়লেই বুঝতে পারবেন এই বইয়ের কেন এত প্রশংসা করছি। ।


বইটি ডাউনলোড করুন এখানে

এ কাহিনী নিয়ে পরবর্তীতে সাসপেন্স কিং আলফ্রেড হিচকস নির্মাণ করেন ছায়াছবি “সাইকো” তার এই বইটিও বিশ্বের সেরা দশটি সাইকো-থ্রিলারের মধ্য আছে।




মুভি ডাউনলোড লিংক এখানে

বিদ্রঃ আমি বলতে পারি মুভি থেকে বইটি পড়লে বেশি ভালো লাগবে। । আর কোন ব্লগার ভাইয়ের কাছে যদি ভালো থ্রিলার,গোয়েন্দা বা সিরিয়াল কিলারদের নিয়ে লেখা কোন বইয়ের নাম কিংবা ডাউনলোড লিংক থাকে তবে দিলে আমার অনেক উপকার হয়। ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।