আমাদের কথা খুঁজে নিন

   

আবহমান শিল্পের কারুকাজ ।। শাফিক আফতাব...

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আবহমান শিল্পের কারুকাজ : ....চলে যাই অরণ্যে বন্য হই, ভালোবাসায় ধন্য হই
হন্য হয়ে ঘুরিফিরি পৃথিবীর তল
দখিনা বাতাস বয় উৎফুল্ল উতল
চলে যাই সমুদ্র সাতঁরাই, পুলকে কাতড়াই__বাতাসে ভেসে আসা অমিয় সুধা খাই
ঋদ্ধ হই, কামের কামানে বিদ্ধ হই__ভালোবাসার সিদ্ধিতে মুগ্ধ হই,
ঘুরে আসি অমিয় অমায়
হৃদয় ভরাই সুবাসে সুধায়

দূরে কেনো থাকো__আমাকে আঁকো, সাঁকো পেরিয়ে চলো প্রেমের গহীনে
রমণে কম্পণে ব্যঞ্জনায় আবহমান আদিম ধ্বনির তরঙ্গ তোলো
খুলে ধরো পৃথিবীর পুরনো বনানীর পথ__
আমি হয়ে উঠি সুন্দর সতত

দাও সৌন্দর্যের বিন্দু বিন্দু শিশির
আমাকে দাও স্বচ্ছ সুন্দর এক পুলকিত নীড়
আমি মহাযুদ্ধে বীর হয়ে
তোমার ভীড়ে হারাই
করি আবহমানতার ধান মাড়াই

এসো নগ্নসুন্দর এক শিল্পিত কারুকাজে
স্বর্গ নিয়ে আসি আজ মনুষ্য সমাজে
জীবনের সব দায়, অাদায়, বিদায় ঘুচে দিয়ে দুজন দুজানার হই
হই মর্ত্যলোকের সই
প্রেমের প্রাঙ্গনে খই ফোটাই
লুটাই এক আবহমান মদির সুরালোকে
চোখের পলকে পলকে মধু খাই নিশি আর দিবালোকে.....
০২.০১..২০১৪


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।