আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে দেখব বলেই

জেগে থাকা শ্রদ্ধার নিয়ে ফুলঝুরি, যারা দিয়ে গেছ প্রাণ- সেই ত্যাগ অম্লান বিজয়ের ক্ষণে আজ তোমাদের স্মরি।

তোমাকে দেখব বলেই আমি সাগর দিয়েছি পাড়ি,
তোমাকে দেখব বলেই আজ চাঁদের সাথে আঁড়ি।
তোমাকে দেখব বলেই আজ মনেতে উচ্ছ্বাস,
তোমাকে দেখার আশায় আজ নতুন শ্বাসপ্রশ্বাস।

তোমাকে দেখব বলেই আজ এতো উন্মাদনা,
তোমাকে দেখব বলেই আজ এতো প্রণোদনা।
তোমাকে দেখব বলেই আজ এত্তো লুকোচুরি,
তোমাকে দেখার তরেই আজ সাজিয়েছি মঞ্জরি।

তোমাকে দেখব বলেই পুস্পে নতুন সুঘ্রাণ,
তোমাকে দেখব বলেই আজ ক্ষেতেতে অগ্রাণ।
তোমাকে দেখব বলেই আমি হলাম আত্নহারা,
তোমাকে দেখব বলেই হৃদে প্রেমের ফল্গুধারা।

তোমাকে দেখব বলেই মন এত্তো উচাটন,
আশা নিরাশার দোলাতে যেন দুলছে অগণন।
তোমাকে দেখব বলেই স্বপ্ন গেছে গগণ ছাড়ি,
তোমাকে দেখব বলেই আমি সাগর দিয়েছি পাড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.