আমাদের কথা খুঁজে নিন

   

আমরা তো ভাই মানবজাতি সবার সেরা, মাখলুকাত

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

কঠিন শীতের দিনগুলো হায় কাটছে কেমন, বলুন না
আশেপাশে পা বাড়িয়ে দেখে আসি, চলুন না

শীতের তাপে ঠক ঠকা ঠক কাঁপছে ভীষণ, গরিবে
কোথায় যাবে এমন শীতে কোথায় যে কাজ, করিবে

গৈ-গেরামে অনেক শীত, ঠাণ্ডা আবহাওয়া
পড়ে আছে গরিব দুখী, নাইযে খাওয়া-দাওয়া

আসুন সবাই পরাণ খুলে হাত দুটি দেই, বাড়িয়ে
শীতের কাপড় বিলিয়ে দিয়ে শীতকে দিই, তাড়িয়ে

আসুন সবাই ঝাপিয়ে পড়ি লাগাই কাজে দুটি, হাত
আমরা তো ভাই মানবজাতি সবার সেরা, মাখলুকাত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।