আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিমন্ত্রী সালমার গাড়ি থেকে পতাকা নামাল ইসি

প্রটোকল নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ থাকায় ঢাকা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলামের গাড়ি থেকে পতাকা নামিয়ে দিয়েছে নির্বাচনী কর্মকর্তারা। বুধবার রাতে পতাকা নামানোর বিষয়টি গতকাল ইসির একজন সিনিয়র সহকারী সচিব নিশ্চিত করেছেন। জানা গেছে, জাতীয় পার্টি প্রার্থী সালমা ইসলাম গাড়িতে পতাকা উড়িয়ে নির্বাচনী প্রচারণা চালাতে যান। বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের নজরে পড়লে তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের পক্ষ থেকে পতাকা নামিয়ে নির্বাচনী প্রচার চালাতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী পতাকা নামিয়ে পরে প্রচারণা চালায় সালমা ইসলাম। ঢাকা-১ আসনের নির্বাচনী মাঠে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবদুল মান্নান খান ও জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম। ইসির কর্মকর্তারা বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পতাকা নিয়ে প্রচারণা চালানো নিষিদ্ধ। এ কারণে এই প্রার্থীকে পতাকা নামিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে বলা হয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.