আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন আহমেদের সহমর্মিতা ও অকৃতজ্ঞ তসলিমা নাসরিনের প্রতিদান!

♪ একা পাখি বসে আছে শহুরে দেয়াল... শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে...♪ হুমায়ূন আহমেদকে নিয়ে হুমায়ূন আহমেদকে নিয়ে তসলিমা নাসরিনের বিতর্কিত লেখাটা পড়ে মেজাজ পুরাই গরম হয়ে গেল। অকৃতজ্ঞ ও নির্লজ্জ মহিলা। পুরা লেখাতে হুমায়ূন স্যারকে নানা ভাবে ছোট করার চেষ্টা করেছে। কিন্তু নিচে স্যারের লেখা ২টা পাতা পড়েন। স্যার খুবই দুঃখ পেয়ে লিখেছেন- "আমি কখনোই মনে করি না মানুষ এমন কোনো অপরাধ করতে পারে যার শাস্তি তার কাছ থেকে দেশ কেড়ে নেওয়া।

... কেন বাংলাদেশের একটা মেয়ে ভবঘুরের মত এক দেশ থেকে আরেক দেশে ঘুরবে? ..." ২য় পাতাঃ (আমি কখনোই মনে করি না মানুষ এমন কোনো অপরাধ করতে পারে যার শাস্তি তার কাছ থেকে দেশ কেড়ে নেওয়া। মানুষ মানুষকে ত্যাগ করে। দেশ কখনো তার সন্তানকে ত্যাগ করে না। যারা তসলিমা নাসরিনের রচনা পছন্দ করেন না তারা পড়বেন না। তসলিমা নাসরিন যদি বিভ্রান্ত হয়ে থাকেন, তিনি থাকবেন তার বিভ্রান্তি নিয়ে, আমরা কেন তাকে দেশ ছাড়া করবো? ভয়ঙ্কর সব যুদ্ধাপরাধী তো ঠিকই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে।

আমরা তো তাদের দেশান্তরী করি নি। ) স্যারের লেখাটা পড়ে ১ মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিলো কাজটা আসলেই অন্যায় হচ্ছে। দেশান্তরী করা উচিৎ হয় নি! কিন্তু এখন মনে হচ্ছে ওরে আমাজান মহা বনে পাঠিয়ে দেওয়া উচিৎ! আমাজানে বসে বসে পশু পাখিদের জন্য চটি বই লিখতো!! হুমায়ূন আহমেদকে নিয়ে তসলিমা নাসরিনের বিতর্কিত লেখা! কি অকৃতজ্ঞ মহিলা! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.