আমাদের কথা খুঁজে নিন

   

যৌন উত্তেজক পোশাক পরলেই ছ' মাসের জেল

স্বল্পবসনা বা যৌন উত্তেজক পোশাক পরিহিতা নারীদের ধরে জেলে পুরছে আফ্রিকার রাজতান্ত্রিক দেশ সোয়াজিল্যান্ডের পুলিশ। কারণ হলো, এই ধরনের পোশাকগুলো ধর্ষকদের এ কাজে উদ্বুদ্ধ করে। ধর্ষণ সংক্রান্ত নতুন এক আইনকে সংবাদমাধ্যমের সামনে এভাবেই ব্যাখ্যা করেন সোয়াজিল্যান্ড পুলিশের এক মুখপাত্র। নতুন এই আইন অনুযায়ী, ধর্ষণে প্ররোচণা দেয় বা যৌন উত্তেজনা ছড়ায় এমন পোশাক পরে কোনো মেয়ে জনসম্মুখে আসলেই তাকে আটক করা হবে এবং জেলের ঘানি টানতে হবে কমপক্ষে ছয় মাস। মিনিস্কার্ট, মিডরিফ টপস বা খাটো জিনস- এরকম পোশাক পরা মেয়েদের আটক করা হবে বলে ওই মুখপাত্র জানান সংবাদ সংস্থা এএফপিকে। তিনি আরও জানান, আমরা দেখেছি যে, যৌন উত্তেজক পোশাক পরিহিতারাই যৌন হেনস্থার শিকার হন। পুরুষ এমনকি মহিলারাও স্বল্পবসনা মেয়েদের দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকান। আর এসব পোশাক পরে বাইরে বেরুনো বন্ধ হলেই যৌন হয়রানির ঘটনাও অনেক কমে যাবে। কালের কণ্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।