আমাদের কথা খুঁজে নিন

   

জাপানের জনসংখ্যা কমায় রেকর্ড

বিদায়ী বছর ২০১৩-তে জাপানের জনসংখ্যা ২ লাখ ৪৪ হাজার হ্রাস পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই সংখ্যা রেকর্ড।এদিকে বিবিসি জানিয়েছে, ২০১৩ সালে জাপানে ১০ লাখ ৩১ হাজার শিশু জন্মগ্রহণ করে যা ২০১২ সালের তুলনায় ৬ হাজার কম বলে ।

এছাড়া অন্য একটি সূত্রে জানা গেছে, ২০১৩ সালে জাপানে ১২ লাখ ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে যা ২০১২ সালের তুলনায় ১৯ হাজার বেশি।

উল্লেখ্য, কয়েকবছর ধরেই জাপানের জনসংখ্যা কমছে। জনসংখ্যা হ্রাসের বর্তমান এই ধারা অব্যাহত থাকলে আগামী ৫০ বছরে দেশটি একতৃতীয়াংশ জনসংখ্যা হারাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।