আমাদের কথা খুঁজে নিন

   

সৌরশক্তিতে চলবে ফোর্ডের গাড়ি

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হাইব্রিড এ গাড়িটি পূর্ণ সৌর চার্জে ২১ পর্যন্ত মাইল চলতে পারবে।
ফোর্ড তাদের গাড়ির এ নতুন কনসেপ্টটির নাম দিয়েছে, ফোর্ড সি-ম্যাক্স এনার্জি। এ কনসেপ্টে গাড়িটির ছাদে অবস্থিত সোলার প্যানেলটি বিভিন্ন দিক থেকে সৌরশক্তি সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্যানেলটি চার ঘন্টার ব্যাটারি চার্জের সমপরিমাণ শক্তি সংগ্রহ করতে পারবে।
অভিনব এ গাড়িটির সোলার প্যানেলটিও হবে প্রচলিত প্যানেল থেকে ভিন্ন। এতে ম্যাগনিফাইং গ্লাসের মতো বিভিন্ন লেন্স থাকবে। লেন্সগুলো সূর্যের গতিবিধি ট্র্যাক করে সক্রিয় হবে। এর ফলে প্যানেলটি যে পরিমাণ সৌরশক্তি আহরণ করবে তা এ লেন্সের কারণে আটগুণ বৃদ্ধি পাবে।
লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস-এ গাড়িটির নমুনা প্রদর্শন করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।